বিশ্বের সবচেয়ে দামি আম চাষ হচ্ছে যেভাবে

সূর্যডিম নামে বাংলাদেশে পরিচিত হলেও মূলত জন্মদেশ জাপানে মিয়াজাকি নামেই সর্বাধিক পরিচিত। এক কেজি লাখ টাকায় বিক্রি হয় সূর্যোদয়ের দেশে। বলছি একটি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর আমের কথা। এ আম জাপানে লাখ টাকায় বিক্রি হয় বলে পৃথিবীজুড়ে দামী আমের খেতাবটা আপাতত মিয়াজাকি বা সূর্যডিমের দখলে।

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ী জনপদে এক শৌখিন কৃষক মিয়াজাকি আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু করে আলোচিত হন। তবে এখন এ আমের চারা পাওয়া যাচ্ছে সর্বত্র। ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের জিলানী বাগদাদ নার্সারি নামের এক চারা বিক্রয় প্রতিষ্ঠানে মিয়াজাকি আমের চারা পাওয়া যাচ্ছে।

গাছে ঝুলছে লালচে আম, এটিই মিয়াজাকি বা সূর্যডিম আম। এ আমের দাম জাপানে লাখ টাকা কেজি হলেও দেশে মিলছে হাজার টাকায়। নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের দক্ষিণ পাশে এ জিলানী বাগদাদ নার্সারি অবস্থিত। এখানে দেশী-বিদেশী আমসহ ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *