রান্নার গ্যাসের দাম কমে গেল এক ধাক্কায়! মধ্যবিত্তদের মাঝে স্বস্থির নিঃশ্বা’স- কমলো ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম। ১ মে থেকে চারটি শহরে কমলো এলপিজি গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই চারটি শহরে এই নতুন দাম বরাদ্দ হয়েছে।
আগে কলকাতায় এক একটি রান্নার গ্যাসের দাম ছিল ৭৭৪.৫০ টাকা। কিন্তু প্রায় ১৯০ টাকা কমে এখন সেই দাম হয়েছে ৫৮৪.৫০ টাকা। দিল্লিতে ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭৪৪ টাকা। এখন সেই দাম কমে হয়েছে ৫৮১.৫০ টাকা৷ চেন্নাইয়ে ৭৬১.৫০ টাকা দামের গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ৫৬৯.৫০ টাকা।
মুম্বইয়ে সিলিন্ডারের দাম ছিল ৭১৪.৫০ টাকা। এখন সেখানে সিলিন্ডারের নতুন দাম হল ৫৭৯ টাকা। মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তি দিয়ে কলকাতায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমেছে ১৯০ টাকা করে। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়ালো ৫৮৪.৫০ টাকা। জে’লায় জে’লায় মিলছে ৫৯৪ টাকায়। অন্যদিকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ২৬২.৫০ টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এই রান্নার গ্যাসের দাম দাঁড়ালো সিলিন্ডার প্রতি ১০৮৬ টাকা। প্রতিদিন জ্যাকপট হিট! 1xbet গ্যাস সিলিন্ডারের দাম কমা বাড়ার পিছনে রয়েছে বিদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেটের হিসেব ও আন্তর্জাতিক বেঞ্চমা’র্ক দর। সেই অনুযায়ীই এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়।
আর যেহেতু এলপিজি গ্যাসের এই মূল্য নির্ধারণ সংক্রা’ন্ত বি’ষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত বিভিন্ন সময়ে এলপিজি গ্যাসের দাম তাই কমে, আবার কখনো অস্বাভাবিকভাবে দাম বেড়ে যায়। আর গ্যাসের এইভাবে দাম কমা বাড়ার জন্য মানুষ কখনো অস্বস্তিতে পড়েন আবার কখনো স্বস্তির নিঃশ্বা’স ফেলেন।
আরো পড়ুন: এই পাঁচটি লক্ষণ আপনার মধ্যে থাকলে আপনি জিনিয়াস: আপনার পরিক্ষার নম্বর আপনার ভাগ্য নির্ধারন করেনা। আর এও ঠিক করে দেয়না আপনার ভবিষ্যৎ কেমন হবে। স্কুল কলেজে আপনার কিরকম রেসাল্ট ছিল সেটা দিয়ে কখনো এটা বোঝা যায়না যে আপনি কতটা বুদ্ধিমান। কিন্তু বর্তমানে আমাদের সমাজে শুধুমাত্র পরীক্ষার নম্বর দিয়েই কোন মানুষের বুদ্ধিমত্তা বিচার করা হয়।
যে যত ভালো পড়াশোনায় তাকেই তত বেশী বুদ্ধিমান বলে বিবেচনা করা হয়। এই কথা ঠিক নয় যে রেসাল্ট ভালো হলেই সে খুব বুদ্ধিমান আর রেসাল্ট খারাপ হলেই সে বুদ্ধিমান নয়। এমন অনেক ব্যাবহার তারা করে যার ফলে বোঝা যায় সে আসলে কতটা বুদ্ধিমান।
আসুন তাহলে জেনে নিন সেগুলি কি- ১) অ’লসতা- বুদ্ধিমান ব্যক্তিরা সব সময় নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে চলতে চায়। তারা শারীরিক শক্তিকে খুব একটা কাজে লাগাতে চায়না। সুতরাং স্বাভাবিক ভাবেই তারা অলস হয়। ২) রাত জাগার অভ্যাস- বুদ্ধিমানদের ম’স্তিস্ক সব সময়ই কিছু না কিছু করার জন্য আগ্রহী হয়ে থাকে।
তারা রাতে ইন্টারনেটে কোন নতুন কিছু দেখা বা নতুন কিছু পড়ে শেখার মধ্যে সময় অতিবাহিত করে। তারা রাত জেগে বই পরতেও ভালোবাসে। পৃথিবীর বড় বড় বিসনেসম্যান থেকে শুরু করে মন্ত্রী সবার এই অভ্যাস আছে। ৩) অ’তিরিক্ত দু’শ্চিন্তা করা- একটি গবেষণায় দেখা গেছে যে যারা বেশি বু’দ্ধিমান হয় তারা সব বিষয়ে প্রয়োজনের অতিরিক্ত চিন্তা করে।
এর কারণ হল ব্রেনের অ’তিরিক্ত মাত্রায় সক্রিয় থাকা। তারা বুদ্ধির দিক থেকে অন্যকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। ৪) ভ্রমনে আগ্রহী- এদের খুব ইচ্ছা থাকে পুরো পৃথিবী ঘুরে দেখার। তাই সময় সুযোগ পেলেই তারা ঘুরতে বেরিয়ে পড়ে। এরা খুব পাহাড় প্রে’মী হয়ে থাকে। যদি এরকম মানুষ দেখেন তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি খুব বুদ্ধিমান।
৫) ভালো কথা বলতে পারা এবং ভালো লিখতে পারা- বুদ্ধিমান মানুষেরা যুক্তি ও তর্কের মাধ্যমে যে কোন মানুষকে কোন বিষয় বুঝিয়ে দিতে পারে। বা কোন ভুল কথা বলে ফেললে সেটাকে মেকাপ দিতে পারে বু’দ্ধিমত্তার স’ঙ্গে।
রান্নার গ্যাসের দাম কমে গেল এক ধাক্কায়! মধ্যবিত্তদের মাঝে স্বস্থির নিঃশ্বাস