এই পদ্ধতিতে সারা বছর জুড়ে সংরক্ষণ করুন টাটকা বরই আচার, লাগবে না কোন প্রকার ক্যামিকেল, শুকাতে হবেনা রোদে, রইল A-Z পদ্ধতি।

নিজস্ব প্রতিবেদন:শীতশেষে বসন্তের এই সময় এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচাপাকা বরই। আর আপনি চাইলেই এই বরই দিয়েই তৈরি করতে পারেন টক-ঝাল-মিষ্টি আচার। মজাদার এই আচার বানিয়ে খেতে পারেন বছরজুড়ে। বরইয়ের টক-ঝাল-মিষ্টি আচার হলে জিভে জল ধরে রাখা দায় যে কারো পক্ষে। আজকে জানাবো কিভাবে তৈরি করবেন বরইয়ের টক-ঝাল-মিষ্টি আচার।বানাতে যা যা লাগছে।

১. শুকনো বড়ই ১ কেজি২. আখের গুড় / চিনি ১ কাপ৩. সরিষার তেল আধা কাপ৪. আদা বাটা ১ টেবিল চামচ৫. রসুন কুঁচি ২ টেবিল চামচ৬. শুকনা মরিচ ৮-১০টি৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ৮. হলুদ গুঁড়া আধা চা চামচ৯. পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ১০. ভাজা জিরা গুঁড়া ১ টেবিল চামচ১১. হোয়াইট ভিনেগার আধা কাপ১২. লবন পরিমানমতো।

প্রণালী:আচার বানানোর আগে ২ ঘণ্টা ধরে বোঁটা ছাড়ানো বরইগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। ২ ঘণ্টা পর বড়ইগুলো পানি ছেকে রেখে দিতে হবে। শুকনা মরিচ ছাড়া বাকি সব উপকরণ একটি পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে রাখুন। অপর একটি পাত্রে তেল দিয়ে গরম হয়ে এলে সবটুকু মসলা দিতে হবে। একটু নেড়ে চিনি ও লবণ দিয়ে ভালো করে কষাতে থাকুন।

কিছুক্ষণ পর তাতে শুকনো মরিচ ও বরইগুলো দিয়ে জ্বাল দিতে থাকুন। অল্প আঁচে বরই নেড়ে শুকিয়ে আনতে হবে। যতোটা সম্ভব শুকানোর পর আচার নামিয়ে আনতে হবে। এবার একটা ট্রেতে পাতলা করে বিছিয়ে পাতলা কাপড়ে ঢেকে রোদে শুকাতে হবে। হালকা ভেজা ভেজা অবস্থায় বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *