একটানা ৭০০ রাউন্ড গুলি করার পর কি ঘটলো তাদের সাথে। ভাইরাল সেই দৃশ্য গুলো দেখুন ভিডিওসহ।

নিজস্ব প্রতিবেদন: প্রাচীনকাল থেকেই এক অংশের মানুষের সাথে আরেক অংশের মানুষের বিভিন্ন বিষয় নিয়ে অনেক ঝগড়া – বিবাদ লেগেই আছে। এই বিবাদের বিষয় গুলো অনেক সময় যুদ্ধের রূপ নিয়েছে। সকলেই চায় যুদ্ধে জিততে । যার ফলে প্রত্যেক গোষ্ঠী চেয়েছে নতুন নতুন অস্র বানাতে যাতে সহজেই প্রতিপক্ষ কে ঘায়েল করা যায় আর যুদ্ধ জেতা যায়। আগে মানুষ এর জন্য তরবারি , বল্লম এগুলো ব্যবহার করতো। তারপর আসে তীর ধনুক এর যুগ ।

এই ধনুকের বিশেষত্ব ছিলো এটিকে দুর থেকে নিশানায় লাগানো যেত।এই যুদ্ধ অস্র গুলো থেকে ক্রমান্বয়ে ও সময়ের ধরায় যুগ উন্নত হওয়ার সাথে সাথে এগুলোর প্রচলন ও উঠে গিয়েছে। অবার একই সাথে নানা বিধ নতুন নতুন আবিষ্কার এর ফলে নানা নতুন নতুন অস্র এসেছে যাদের কে আমরা সহজেই বন্দুক হিসেবে চিনি। এগুলো শুরুর দিকে ফায়ারিং রেঞ্জ কম ছিল। গুলি করার জন্য শত্রুপক্ষের অনেক কাছে যেতে হতো । কিন্তু বর্তমানে অনেক বেশি রেঞ্জের ও বন্দুক পাওয়া যায় ।

যা থেকে সহজেই অনেক দূরত্বে নির্ভুল নিশানা করা যায়। কোনো যুদ্ধে আগে যে বিষয়টি খেয়াল রাখা হতো সেটি হলো যুদ্ধের জন্য ব্যবহার করা অস্র গুলো। কারণ সময় মত কাজ না করলে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে।একই সাথে আরেকটি বিষয় হলো অস্র টির গোলাবারুদের পরিমাণ। যদি গোলাবারুদ আগেই শেষ হয়ে যায় তবে হয়তো আর পাওয়া নাও যেতে পারে। তাই সময়ের পরিবর্তনের সাথে বন্দুক গুলো আর তার গোলাবারুদের পরিমাণ বাড়ানো হয়েছে অনেক বেশি।

এমন ই একটু চিত্র এই ভিডিওটিতে দেখা যায়। যেটি অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়।এই সোশ্যাল মিডিয়ার মধ্যেই আমরা এ ধরনের বস্তু গুলো সম্পর্কে জানতে পারি। মানুষের পাশাপাশি এই বিষয় গুলোও অল্প সময়ের মধ্যে ব্যাপক পরিমাণ ভাইরাল হয় । যা থেকে এদের কর্মদক্ষতা মানুষ সহজেই জানতে পারে। এই ভিডিওটি অনেক বেশি সাড়া ফেলে দেয় ও কিভাবে বন্দুক থেকে গুলি ফায়ার করা হয় সেটি দেখা যায়।

ভিডিওটিতে দেখা যায় , একটি অতি পাওয়ারফুল বন্দুক। যেটি প্রতি সেকেন্ড হিসেব করে গুলি ছুড়তে পারে। ধরনের বন্দুক গুলো চালানোর জন্য অতি অভিজ্ঞ লোক দরকার হয়। কারণ একসাথে পাওয়ারফুল ও খুবই বিপদজনক এ ধরনের অস্ত্র গুলো। আরও দেখা যায় বন্দুকটি কতো দ্রুত গুলি ছুরছে। একসাথে প্রায় ৭০০ গুলি ছোড়ার সময় বন্দুকের সামনের অংশ এতটাই গরম হয়ে গেছে সেটি যেমন আগুনে পুড়লে হয় ঠিক অমন।

একসময় দেখা যায় সেই সামনের আলাদা অংশটি যেটি ফায়ারিং সাউন্ড কমানোর জন্য লাগানো হয় । সেটি অতিরিক্ত তাপ এর ফলে গলে যায়। তারপর ও গুলি বেরোতেই থাকে । এই ভিডিওটি অল্প সময়ের মধ্যে নেটিজেনদের খুব বেশি পরিমাণ অবাক করে ফেলে। সকলের মন্তব্যগুলো ছিল দেখার মত। একসাথে এটি আমাদের দেখিয়ে দেয় একটি বন্দুক কতটা মরণঘাতি হতে পারে।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ