নিজস্ব প্রতিবেদন: বৈশ্বিক মহামারী ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছে বিশ্বের অনেক মানুষ। তারমধ্যে অন্যতম হচ্ছে তারকা দুনিয়া ।তারকা দুনিয়ার অনেকেই কর্ণধার ই ক’রোনা’র থাবায় আ’ক্রা’ন্ত হয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি নামি দামি মানুষ আ’ক্রা’ন্ত হয়েছে ক’রো’না’য়। এই মহামারিতে রাজনৈতিক প্রাঙ্গণ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে আ’ক্রা’ন্ত হয়েছে। সিনেমা অভিনীত তারকা এবং অন্যান্য তারকারাও।
মহামারীতে আ’ক্রা’ন্তদের মধ্যে ছিল মর্ডান যুগের সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে সাধারণ শুটিং স্টাফ। কেউ বাদ পড়ে নি এই মহামারীর থাবা থেকে।ওয়ার্ল্ড এর অনেক সেলিব্রিটিরাও আ’ক্রা’ন্ত হয়েছে মহামারী ক’রো’না তে ।তার ব্যতিক্রম ঘটেনি টলিপাড়ার অনেক তারকাই আ’ক্রান্ত হয়েছে এই মহামারী ক’রো’না তে।
কেউ রেহাই পায়নি ক’রো’নার ভয় বিপদ থেকে।তাদের মধ্যে একজন হচ্ছে শুভশ্রী গাঙ্গুলী। গত এপ্রিলে শুভশ্রী গাঙ্গুলী ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয় ।যায় কারণে আ’ক্রা’ন্ত হওয়ার পর তাকে নিয়ে নেয়া হয় আইসোলেশন এ। অবশ্য তিনি নিজেকে আইসোলেশন এ রেখেছিলেন। এর আগে ‘আ’ক্রা’ন্ত হয়েছিল তার স্বামী রাজ চক্রবর্তী। তার স্বামী রাজ চক্রবর্তী গত বছরে এই মহামারিতে আ’ক্রা’ন্ত হয়েছে। কিন্তু এবার শত-সহস্র সুরক্ষার মধ্যে থেকেও তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর শেষ রক্ষা হয়নি।
অন্যদিকে এই টলি তারকা এক পুত্র সন্তানের জননী। গত বছর এই মহামারীর মধ্যে পুত্র সন্তানের জননী হন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ।তিনি টলিপাড়ার একজন বিখ্যাত ও স্বনামধন্য সিনেমার ডিরেক্টর রাজ চক্রবর্তীর স্ত্রী । তাদের ঘরে গতবছর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেন।
সে ছেলেটির নাম রাখা হয় ইউভান। রাজ এবং শুভশ্রীর ছেলের বয়স মাত্র সাত মাস। এই সাত মাসের ছেলেকে রেখে আইসোলেশন এ যান টলি তারকা শুভশ্রী গাঙ্গুলী। তিনি জানান,” তার কষ্ট হচ্ছে তার ছেলেকে ছাড়া থাকতে ।কিন্তু কিছু করার নেই ছেলে এবং পরিবারের সুরক্ষার জন্য তিনি নিজেকে নিজে আইসোলেশনে রেখেছেন।” তিনি আশা রাখেন যে উনার এই দাবা থেকে নিজেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আনতে পারবে ।তিনি জানান তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান।
তিনি বললেন আপনাদের আশীর্বাদ থাকলে আমি অবশ্যই সুস্থ হয়ে আমার ছেলে স্বামী এবং পরিবারের কাছে ফিরতে পারব । এর আগে তার স্বামী ও ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়ে নিজ দায়িত্বে আইসোলেশন এ গিয়েছেন। শুভশ্রী এপ্রিল ক’রোনা আ’ক্রা’ন্ত হয়। অনেকবার পরীক্ষা করার পরও আগের অনেকবার তার ক’রোনা নেগেটিভ আসে।
কিন্তু এইবার ক’রোনা পরীক্ষার সময় তার ক’রোনা টেস্ট প’জি’টিভ আসে। ক’রো’না পজিটিভ আসার সাথে সাথে সে তার ছোট্ট ইউভান বাবু কে রেখে কোয়ারেন্টাইনে চলে যায় করেন টাইমে থেকে তিনি অনেক সময় ফেসবুক ইনস্টাতে লাইভে এসে তার এবং তার পরিবারের জন্য আশীর্বাদ চেয়েছেন ।যাতে করে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন।
অবশেষে করণা পজিটিভ হওয়ার ১৭ দিন আইসোলেশনে থাকার পর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন ।বাড়িতে ফিরে তিনি তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। তিনি ক’রো’না থেকে মুক্তি লাভ করে তার ভক্ত এবং শুভাকাঙ্খীদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন।