এই বাচ্চা টি নিখোজ হয়েছিলো | ২৫ বছর পর যখন পাওয়া গেল তখন পুরো পৃথিবী কেপে গিয়েছিলো।

নিজস্ব প্রতিবেদন: ছোটবেলায় নিখোঁজ হওয়ার ঘটনা আমরা প্রায়ই শুনতে পাই ।কিন্তু নিখোঁজ হওয়ার 25 বছর পর ফিরে পাওয়ার ঘটনা খুব কম শুনতে পাই। এত বেশি সময় পর ফিরে পাওয়ার ঘটনা যদিও্র আমরা গল্প এবং সিনেমায় শুনে এবং দেখে থাকি কিন্তু বাস্তবে এরকম ঘটনা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু বাস্তবেও এমন একটি ঘটনা ঘটেছে ভারতে। যা শুনে থমকে গিয়েছিল পুরো পৃথিবী ।এরকম ঘটনা বাস্তবেও ঘটতে পারে কেউ আশা করেনি।

হারিয়ে যাওয়া বাচ্চাটির নাম ছিল শারু । তার জন্ম হয় একটি গরীব পরিবারে। তার বড় ভাই পরিবারের খরচ চালানোর জন্য ট্রেনের ইঞ্জিন ধোয়ার কাজ করতো। এবং তার মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতো। একদিন তার মা রাতের বেলায় কাজে বেরিয়ে যায় এবং তার ভাইয়েরও ঐদিন কাজ ছিল। সে তার ভাইকে বলে ভাইয়ের সাথে কাজে যাবে। কিন্তু তার ভাইয়ের মানা করা সত্ত্বেও তার ভাইয়ের সাথে সাথে সে যাওয়ার জন্য বায়না ধরে বসে থাকে।

কোন উপায় না পেয়ে তার ভাই সাথে করে তাকে নিয়ে যায়। কাজে গিয়েছে তার ছোট ভাইকে একটি বেঞ্চের উপর বসিয়ে রেখে সে তার কাজ শুরু করে।এর ফাঁকে শারুর ঘুম পাওয়ার সে একটি ট্রেনের সিটের শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। কাজের ফাঁকে হঠাৎ করে দেখতে পেলো তার ভাই বেঞ্চের মধ্যে বসা নেই। ততক্ষণে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে চলে যায়। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পেল ট্রেনটি দ্রুতগতিতে ছুটে চলছে।

এবং সে কোথায় যাচ্ছে তাও তার অজানা। তারপর পুরো দুদিন ধরে ট্রেনটি কোন স্টেশনে না থেমে দুদিন পর কলকাতা স্টেশনে গিয়ে থামল। এবং স্থানটি তার জন্য একদম অপরিচিত ছিল। সে কোথায় যাবে কি করবে কিছুই তার জানা ছিল না। হঠাৎ একদিন কিছু লোক আসে কয়েকটি পথশিশু কে ধরে নিয়ে যায়। এদের মধ্যে শারুও ছিল। এবং সেখান থেকে কোনরকম পালিয়ে চলে আসে। কিছুদিন পর একটি লোক থাকে রাস্তায় বসে থাকতে দেখতে পেয়ে তাকে পুলিশ স্টেশন নিয়ে যায়।

এবং পুলিশ তার কোন পরিচয় না পেয়ে তাকে একটি অনাথ আশ্রমে দিয়ে দেয়। পরে তাকে লালন পালন করার জন্য একটি অস্ট্রেলিয়ান ফ্যামিলি দত্তক নিয়ে যায়। এবং সে ওই পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় বড় হয় এবং ওখানে পড়াশোনা শেষ করে। কিন্তু সে তার জন্মভূমি ইন্ডিয়াকে কখনো ভুলেনি। সে তার ভাই এবং মাকেও মনে রেখেছিল। সে এক সময় গুগল আর্থ সম্পর্কে জানতে পেরেছিল। এবং প্রায় সময়ই গুগল আর্থ থেকে তার দেশ ইন্ডিয়াতে তার গ্রামটি খুঁজে বেড়াতো। সে গুগোল আর্থ ম্যাপে ঘুরে ঘুরে ইন্ডিয়ার বিভিন্ন রেলস্টেশনের চিত্র খুঁজে বেড়াতো।

কিন্তু হাজার হাজার রেলস্টেশনের মধ্যে তার গ্রামের রেল স্টেশনটি খুঁজে পাওয়া মুশকিল ছিল। অনেক খোঁজাখুঁজির পর সে একদিন একটি রেলওয়ে স্টেশনের স্ট্রিটভিউয়ের কিছু ছবি দেখতে পেয়ে সে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এবং সে সিদ্ধান্ত নেয় সেতার জন্মভূমি ইন্ডিয়াতে তার গ্রামটি খুঁজতে যাবে। এবং সে একসময় ইন্ডিয়ায় চলে আসে। সে এয়ারপোর্ট থেকে সোজা তার গ্রামটিতে চলে যায়। এবং সে তার সেই পুরনো ঘরের কাছে যেতেই ঘরথেকে একটি বৃদ্ধ মহিলা এসে তাকে জড়িয়ে ধরে। সে তার মাকে এত সহজে চিনতে না পারলেও তার মা কিন্তু তাকে ঠিকই চিনে নিয়েছিল।

পরে ধীরে ধীরে তার সবকিছু মনে পড়লো ।কিন্তু একটা দুঃসংবাদ এখনো তার জন্য অপেক্ষা করছিল। তা হচ্ছে তার বড় ভাই মারা গিয়েছিল। সে যেদিন হারিয়ে গিয়েছিল ঐদিন তার বড় ভাই তাকে খুঁজতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল। দীর্ঘ 25 বছর পর পরিবারের কাছে ফিরে আসা এই ধরনের ঘটনা খুবই বিরল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে একটি সিনেমাও তৈরি করা হয়েছিল। যাতে শারুর হারিয়ে যাওয়া থেকে দীর্ঘ 25 বছরের জীবন তুলে ধরা হয়েছে। উক্ত ঘটনাটি বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *