নিজস্ব প্রতিবেদন: নদীমাতৃক আমাদের এই দেশ।এদেশে রয়েছে ছোট বড় অসংখ্য নদী।এসব নদীতে রয়েছে হরেক রকমের মাছ।নদীর একটা বৈশিষ্ট্য হলো বর্ষাকালে পানি বেড়ে যাওয়া।বর্ষাকালে উজানে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বাড়তে থাকে।এদেশের নদ নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা নিয়ন্ত্রন বাঁধ খুব একটা নেই।আবার থাকলেও অনেক সময় নদীতে ফুলে ফেপে ওঠা পানির প্রচন্ড চাপে এসব বাঁধ ভেঙে যায় এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়।বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে।
রাস্তা ঘাট ডুবে যায়।বসতবাড়িতে পানি প্রবেশ করে।এসব পানিতে থাকে নানা ধরনের মাছ।তখন গ্রামের ছোট থেকে বড়রা এসব মাছ শিকারে মেতে উঠে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে আমরা নানা ধরণের ভিডিও দেখতে পাই। অনেকে পশু পাখি নিয়ে ভিডিও আপলোড দেন,অনেকে নানা ধরনের হাস্য কৌতুক করে ভিডিও আপলোড দেন।এসব ভিডিও একটু ব্যতিক্রম ধর্মী হলে তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে পরে।
এছাড়াও অনেকে মাছ ধরার নানা ধরণের ভিডিও আপলোড দেন।তবে এসব ভিডিওতে সাধারণত নদী,সমুদ্র,পুকুরে মাছ ধরতে দেখা যায়। কখনো বাড়ির উঠানে মাছ ধরার ভিডিও দেখেছেন?সম্প্রতি এ রকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সম্পর্কেই জানাব আপনাদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটি চার মিনিট বায়ান্ন সেকেন্ডের।
ভাইরাল হওয়া ভিডিওটি তে দেখা যাচ্ছে একটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে বসত বাড়িতেও পানি উঠেছে।সেই পানিতে একজন যুবক জাল কাঁধে নিয়ে ঘুরছেন।আরেকজন তার পিছনে পিছনে ঘুরে ভিডিও করছে।জাল মারার জন্য যুবকটি উপযুক্ত স্হান খুজতে থাকে পানির মধ্যে ঘুরে ঘুরে। অবশেষে সে একটা জায়গা মাছ ধরার জন্য নির্বাচন করে। সে বেশকিছু সময় নিয়ে জাল প্রস্তুত করে ছুড়ে মারে।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বন্যার ঘোলা পানি থেকে জাল গুটিয়ে তোলার পর দেখা যায় কোন মাছ নেই।অর্থাৎ তার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। আবার সে জাল প্রস্তুত করে মাছ শিকারের জন্য বন্যার ঘোলা পানিতে ছুড়ে মারে।এবারও জাল তোলার পর দেখা যায় কোন মাছ নেই।সে হতাশ না হয়ে পুনরায় জাল পরিষ্কার করে অন্য দিকে মাছ শিকারের জন্য ছুড়ে মারে। এবার জাল তোলার পর শিকারি যুবককে হতাশ হতে হয়নি। কেননা জালের মধ্যে ছিলো বড় বড় দুটি মাছ।
মাছ শিকারের পরে সে জাল নিয়ে শুকনো স্হানে গিয়ে জাল থেকে মাছ নিয়ে বালতিতে রাখে।এ ঘটনা থেকে আমাদের একটি কথায় মনে পরে একবার না পারিলে দেখ শতবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে আপলোড হবার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ার নেটিজেনরা ভিডিওটি দেখে নানা ধরণের মন্তব্য করছেন কমেন্ট সেকশনে।অনেককে ছেলেটির ধৈর্যের প্রশংসা করতে দেখা যায়।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ