ঘরে পড়ে থাকা মদের বোতল থেকে মদ খেয়ে মাতলামি করছে বানর, বানরদের এমন মাতলামির ভিডিও তোলপাড় নেটদুনিয়ায়!

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে মানুষদেরকে জীবনে যখন করার কিছু থাকেনা লকডাউনের বোরিং সময় জীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে তখন মানুষের যদি মদের দোকানে ভিড় করে তাহলে জন্তু-জানোয়ারের কেনই বা করবে না। মানুষ যেমন নেশা করে জীবজন্তু রাও করে এবং কিন্তু সীমা তখনই অতিক্রম হয়ে যায় যখন জীবজন্তুরা নেশা করতে থাকে। মানুষদেরকে তো আপনি অনেক বারই নেশা করতে দেখেছেন। কখনও কখনও মানুষেরা নেশা করে নিজের উপর কোনো কন্ট্রোল থাকেনা।

কিন্তু আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু মাতাল এর সাথে পরিচয় করাতে চলেছে যাদের কীর্তিকলাপ দেখে আপনারনা হেসে পারবেন না। 1.এখানে একটি বানর মদ খাচ্ছে এবং মানুষটি যখন ই তাকে সিগারেট অফার করে জেমস বন্ড স্টাইলে সিগারেট বার করে মুখে নেয়, সেটাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তবে মজা তো তখনই সে একটি সিগারেট লাইটার দিয়ে জ্বালায়। তবে এটা তো শুধু মাত্র শুরু ছিল ,ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বানরের কান্ড ।

2. একটা বিড়াল যখন বিয়ার খায় তখন তার পর সে কি করে। এবার এদের আসল ক্যাটওয়াক টিকিট দেখুন। এখানে দেখুন এ দুটো বিড়াল তো জানে যে তাদের খাবার টি কোথায় রয়েছে কিন্তু তাদের মস্তিষ্ক যাচ্ছে একদিকে এবং পা যাচ্ছে অন্যদিকে। মাটিতে গড়াগড়ি দিয়ে শেষ কোন মতন এ এসে খাবারের উপর মুখ থুবরে পড়ে যায়। 3. এখানে.জঙ্গলে যেখানেই বাদরটি গাছের ওপর বসে মারুল ফল গুলিকে খাচ্ছে ।আপনি কি জানেন মারুলা ফলের ভেতরে এত নেশা থাকে যে কোন মানুষকে মাতাল বানিয়ে দিতে পারে।

তবে ঠিক তখনই সেখানে হাতি চলে আসে এবং বানরটিকে একা একা মজা করতে দেখে তারাও পার্টিতে অংশগ্রহণ করে । গাছটিকে মেরে মেরে গাছে ঝুলে থাকা সকল ফল মাটিতে ফেলে দেয়। এবার নিজের ইচ্ছেমতো যতখুশি খেয়ে ফেলে। সবার থেকে বেশি আপনার দেখতে মজা লাগবে এ বাঁদর গুলিকে। কারণ তারাই সব থেকে বেশি ক্লাসিক কীর্তিকলাপ করছে। আর তা করবে নাই কেন সবথেকে বেশি তারাইতো খেয়েছে ।হাতিকে দেখুন এত বড় বড় হওয়া সত্ত্বেও তারা সোজা ভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না ।

4.আপনারা সকলেই জীবনে ছাগলকে ঘাস খেতে দেখেছেন। তবে এবার এরকম ছাগল দেখে নিন যারা এসবের পরও মদ এবং বিয়ার খায়। আপনি তো জানেনই যদি কোনো মানুষের একবার নেশা লেগে যায় তাহলে সেটাকে ছাড়া হয় অনেক মুশকিল । সেরকমই ছাগলটিকে দেখুন, যখন তার মালিক তাকে মানা করে দেয় তখন সে কি করে তার মালিকের সাথে । শেষমেষ খাইয়ে দেয় আচ্ছা বিয়ার। 5., আপনি এখন অব্দি বান্দর বিড়াল এবং হাতির মতো প্রাণীকে নেশা করতে দেখলেন।

এবার আপনাদের এমন কিছু প্রাণীদের দেখাতে চলেছি যাদের নেশা করতে দেখে আমি নিজের হাসিও আটকাতে পারেনি। এখানে একটি কুকুরকে বিয়ার খাওয়ানোর দৃশ্য দেখানো হয়েছে। সে যখন ঘুম থেকে উঠে তখন তার সবচাইতে প্রথম চাই বিয়ার। এবার নিজেই দেখে নিন সে সকালবেলা বিয়ার খেয়ে আপেল এর মত কি করে। 6.এখানে একটি বিড়াল নেশা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়। বিড়ালটি এত মাতাল হয়েছে যে সে তার পা ঠিকমতো ফেলতে পারছিল না।

তবুও সে সিঁড়ি দিয়ে উপরে উঠার চেষ্টা করে। কিন্তু যে নিজের পা ফেলতে পারছে না সে কিভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে। 7.এখানে একটি কাট বিড়াল এক ধরনের ফল খাচ্ছে। যে ফলটিতে অনেক নেশা ধরেছে। কিন্তু সে মজায় মজায় অনেকগুলো ফল খেয়ে ফেলে। খেতে খেতে মাতাল হয়ে গেছে তবু খাওয়া ছাড়ছে না। তারপর একসময় সে দেখতে পেল ঠিকমতো এসে দাঁড়াতে পারছে না। এগুলো দেখে বুঝা যায় শুধু মানুষ নয় পৃথিবীতে আরো অন্যান্য প্রাণী আছে যারা নেশা করে।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *