নিজস্ব প্রতিবেদন: বিশ্বে এখন স্বাধীন দেশের সংখ্যা 195 টি।কিন্তু এদের মধ্যে সেসব দেশের সংখ্যাই যেন বেশি যেসব দেশের মাথাপিছু আয় সবচেয়ে উন্নত দেশগুলোর চেয়ে অনেক কম। আবার এদের মধ্যে কিছু দেশ রয়েছে যেগুলোর জীবন যাত্রার মান আপনার কল্পনাকেও হার মানাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দশটি দেশ নিয়ে থাকছে আজকের এই ভিডিও।
মাদাগাস্কার: বিশ্বের বৃহত্তম দ্বীপ গুলোর মধ্যে মাদাগাস্কার রয়েছে দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে। দেশের রাজধানীর নাম আন্তানারিভো। 5 লাখ 87 হাজার 41 বর্গকিলোমিটারে দেশটিতে প্রায় আড়াই কোটি লোকের বসবাস। 1960 সালে স্বাধীন হওয়ার আগে এটি ছিল ফ্রান্সের অধীনে। দেশটির 69 শতাংশ বসবাসকারী মানুষ আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দেশটির মাথাপিছু আয় পনেরশো 54 মার্কিন ডলার।
দক্ষিণ সুদান: পূর্ব মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদান রয়েছে নয় নাম্বারে। দেশটির বর্তমান রাজধানীর নাম জুবা। 6 লাখ 19 হাজার 745 বর্গকিলোমিটার এই বৃষ্টির মধ্যে জনসংখ্যার বসবাস 1 কোটি 23 লাখ। 1956 সালের পূর্বে দেশটি ছিল সুদানের অধীনে এবং মিশরের শাসনে। পরবর্তীতে দুটি গৃহযুদ্ধের পর 2011 সালে স্বাধীনতা লাভ করে এই দক্ষিণ সুদান। বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও এরা এখনও কৃষির উপর নির্ভরশীল। দেশটির মাথাপিছু আয় 1503 মার্কিন ডলার।
ইরিত্রিয়া: উত্তর পূর্ব এশিয়ার দেশ ইরিত্রিয়া হয়েছে 8 নম্বরে। দেশের রাজধানীর নাম আসমারা। ইতালি এবং যুক্তরাজ্যের শাসনাধীন ছিল দেশটি। 1993 সালে স্বাধীনতা লাভ করে দেশটি। 1 লাখ 17 হাজার 6 বর্গ কিলোমিটারে দেশটিতে মানুষের জনসংখ্যা প্রায় 50 লাখের মতো। দেশটির 80 ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। মোজাম্বিক: এ দেশটি পূর্ব আফ্রিকা মহাদেশ অবস্থিত। 801590 কিলোমিটার এর দেশটিতে জনসংখ্যার বসবাস 2 কোটি 89 লাখ এর মত।
দেশটির অর্থনৈতিক কৃষির উপর নির্ভরশীল। দেশটির বেশিরভাগ মানুষ বাস করে দারিদ্র্যসীমার নিচে। মালাউই: এটি দক্ষিণ পূর্ব আফ্রিকায় অবস্থিত। দেশের রাজধানীর নাম উইলঙ্গ। দেশটির 964 সালে স্বাধীন হয়। 1 লাখ 18 হাজার 484 বর্গ কিলোমিটারের দেশটিতে 1 কোটি 81 লাখ এর মত জনগণ বসবাস করে। দেশটির জনগণের মাথাপিছু আয় এগারোশো 72 মার্কিন ডলার। নাইজার: এ দেশটির রাজধানীর নাম নিয়মে।দেশটির আয়তন 12 লাখ 70 হাজার বর্গ কিলোমিটার ।
বৃষ্টির কারণ দেশটির কৃষি খাত হুমকির মুখ। দেশটিতে মোট 2 কোটি ছয় লাখ 72 হাজার জনসংখ্যার বসবাস। দেশটির মাথাপিছু আয় 1153 মার্কিন ডলার। লাইবেরিয়া: আটলান্টিক মহাসাগরের উপকূলে ছোট্ট একটি দেশ লাইবেরিয়া। দেশের রাজধানীর নাম মনরোভিয়া। দেশটির আয়তন 1 লাখ 11 হাজার 370 বর্গ কিলোমিটার। এবং জনসংখ্যা 45 লাখ তিন হাজারের মতো। বুরুন্ডি:একটি পূর্ব আফ্রিকায় অবস্থিত। এর আয়তন 27884 বর্গ কিলোমিটার।
দেশের জনসংখ্যা 1 কোটি 52 লাখ। এদেশের 90 শতাংশ মানুষ কৃষির কাজের সাথে জড়িত। দেশের মাথাপিছু আয় 808 মার্কিন ডলার। কঙ্গো: এর আয়তন 23 লাখ 54 হাজার 509 বর্গ কিলোমিটার। দেশটিতে 7 কোটি 87 লাখ জনগণের বসবাস। দেশের বেশির ভাগ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এর মাথাপিছু আয় 785 মার্কিন ডলার। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র: এটি আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত। দেশের আয়তন 6 লাখ 22 হাজার 984 বর্গ কিলোমিটার। এদেশে প্রায় 46 লাখ মানুষ বসবাস করে।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ