নিজস্ব প্রতিবেদন: নির্বাচনে হেরে গিয়ে কেঁদে চোখ ভাসালেন তারকা প্রার্থী শ্রাবন্তি, সোস্যাল মিডিয়ায় মন্তব্যের ভীরে পাগল প্রায়, তুমুল ভাইরাল ভিডিও। তিনি বেহালা পশ্চিম থেকে নির্বাচনে দাঁড়ান। তিনি বিজেপি সাপোর্ট করে বিজিবি পশ্চিম বেহালাতে তার নির্বাচনের লড়াই লড়ে। তার সাথে অন্যান্য অভিনেত্রীরা পশ্চিমবঙ্গের এ নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থী হয়ে নির্বাচন লড়ে। শ্রাবন্তী বিজেপির হয়ে অংশ নিয়েছিলেন নির্বাচনে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি তৃণমূলের থেকে ভোটে পিছিয়ে আছে। ২০৭৭ আসনের ভোট গণনা শেষে পিছিয়ে ছিলেন তিনি। এর থেকে বোঝা যাচ্ছে না তিনি এই নির্বাচনে হেরে গিয়েছেন।
কিছুদিন আগে নির্বাচনের প্রচারণায় নামে অভিনেত্রী শ্রাবন্তী। নির্বাচনী প্রচারণার ফাঁকে তিনি জড়িয়ে পড়েন বিভিন্ন দা’ঙ্গা ফ্যা’সাদ। তার সাথে সাথে তিনি ভোটারদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। তার আচরণ সবাইকে হতভম্ব করেছেন। কিন্তু তাও সেই এত খারাপ আচরণ করলে থাকতে পারল না ।ফলস্বরূপ সে তার নির্বাচনে হেরে গেলেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়েছেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম থেকে তিনি নির্বাচনী প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছিল। বেহালা পশ্চিমে গিয়ে তিনি তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। জনগণের সাহায্য পেতে তিনি কোন কমতি রাখেননি ।তাদের সকল আবদার পূরণ করার যুক্তি দিয়েছেন তিনি। কিন্তু ভোটের দিন দেখা গেল ভিন্ন চিত্র।
বেহালা পশ্চিম আসনে বিজিবি হয়ে শ্রাবন্তী ভোট গণনায় পিছিয়ে থাকে। রোববার চূড়ান্ত ভোটের ফলাফল নির্ধারণের সময় বিজেপির বেহালা পশ্চিম এর প্রার্থী শ্রাবন্তী হেরে যায়। নির্বাচনীয় মাঠে তিনি হেরে গেলেন । নির্বাচনীয় মাঠে তিনি জয়ী হতে পারলেন না। পর্দায় তার কাছে সকলের কাছে জনপ্রিয়। তিনি অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল ।
কিন্তু বিধানসভা নির্বাচনে তিনি যেন জনগণের ভরসা অর্জন করতে কিছুটা হলেও অক্ষম। তিনি চলচ্চিত্র জগতের মত নির্বাচনের জগতে নিজের দাপটি দেখাতে পারেনি। সিনেমার মাধ্যমে জয় করেছে হাজারো মানুষের মন কিন্তু আছে নির্বাচনের মাঠে পরাজিত হয়ে বাড়ি ফিরলেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, “নির্বাচনের কারণে তিনি তার সিনেমার কাজগুলো ঠিকভাবে করতে পারেনি।”
জীবনের প্রতিটি পদক্ষেপে হারজিত আছে। ঠিক তেমনি শ্রাবন্তী তার জীবনের অনেক ক্ষেত্রে সাফল্য দেখলেও নির্বাচনের ক্ষেত্রে অসফলতাকেই তার মেনে নিতে হবে।
শ্রাবন্তী সে ভারাক্রান্ত চেহারা এবং মানুষের মন্তব্য দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন। নিচের এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে । অনেক মানুষ শ্রাবন্তির এই হেরে যাওয়াকে মেনে নিতে পারেনি। শ্রাবন্তী ভক্তদের বিশ্বাস শ্রাবন্তী এইবার হেরে গেল পরের বার অবস্যই জিতে আসবে।