এক দেশ এক রেশন কার্ড দ্রুত কার্যকর করার জন্য পদক্ষেপ নিতে চলেছে সরকার, আর সেইজন্য আপনাকে নিজের রেশন কার্ডটিকে আধার লিংকের সাথে যোগ করতে হবে। বর্তমানে রেশন কার্ড দেশের নাগরিকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, তারই সাথে লকডাউনের বাজারে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে রেশন কার্ড এক টুকরো অক্সিজেনের সমান।
তবে দেশের বিভিন্ন জায়গায় এই রেশন কার্ড নিয়েই চলছে জালিয়াতি, রাজ্য সরকারের নতুন পদক্ষেপে এক দেশ এক রেশন কার্ডের, নতুন ব্যবস্থা দ্বারা আপনি দেশের যেকোনো স্থান থেকে নিজে রেশন সামগ্রী তুলতে পারবেন, যার জন্য আপনাকে নিজের রেশন কার্ডের সাথে নিজের আধার লিঙ্কটিকে যোগ করতে হবে, যা এই মুহূর্তে বাধ্যতামূলক।
*অনলাইনে আবেদনের ক্ষেত্রে রেশন কার্ডের সাথে আধার লিংক যোগ করার জন্য আবেদনকারীকে প্রবেশ করতে হবে https://food.wb.gov.in/index.aspx এই ওয়েবসাইটটিতে। *এরপর আপনাকে সিলেক্ট করতে হবে DIGITAL RATION CARD RELATED SERVICES’ মেনুটি।
এরপর আপনাকে সিলেক্ট করতে হবে ‘Apply For Updation Of Mobile Number And Aadhaar Card For Already Existing Ration Cards’ মেনুটি। *এর পর অনলাইনে নিজের মোবাইল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার আবেদন জানাতে হবে। যদি অনলাইনের আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে কি করবেন?
•এছাড়াও যদি আপনি নিজে থেকে অনলাইনে আবেদন করতে সক্ষম না হন তবে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র এগিয়ে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আবেদন করার জন্য ওই কেন্দ্রে থাকা অপরেটারকে নিজের রেশন কার্ড নম্বর আধার নম্বর এবং মোবাইল নম্বর উনি আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করে দিতে পারবেন। •এছাড়াও আপনি আপনার রেশন ডিলারের কাছে গিয়েও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারেন।
আপনার রেশন ডিলার e-POS মেশিনের মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে দেবে। •যদি আপনি উপরিউক্ত তিনটি পদ্ধতি ব্যবহার করেও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক টি যোগ না করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে ফর্ম-১১ ডাউনলোড করতে হবে এবং সেই ফর্ম ফিলাপ করে নিকটবর্তী খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শকের অফিসে জমা দিতে হবে।