গ্রামের কৃষকের মুরগির খামারে বিষাক্ত সাপ বাসা বেধেছে। কৃষকদের এর পেতেই রেস্কিউ টিম কে খবর দেয় সাপটি উদ্ধার করার জন্য।

নিজস্ব প্রতিবেদন: ভারতের এক কৃষকের বাড়িতে বাসা বেধেছে কোবরা ।কৃষকের পরিবারের সকলে আতঙ্কিত কৃষকের পরিবার সহ গ্রামের প্রতিটি মানুষ ভয় পাচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামের এই ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে সেই ভিডিওটি তুমুলভাবে ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে যায়। কৃষকের খর রাখার স্থানে কোবরা সাপটি বাসা বেধেছে। মূলত কোবরা সাপ মুরগির ছানা ও ইঁদুরের লোভে এই স্থানে বাসা বেধেছে।

কেননা খরের গাদার মধ্যে ইঁদুর বাসা বেঁধে থাকে। আর এই খড়ের গাদাটি ছিল কৃষকের মুরগির খামারের ভেতরে। তাই এই কোবরা এই জায়গায় এসে বাসা বেঁধেছে। কোবরা সাপ খবর শান্ত প্রকৃতির একটি সাপ। তাদেরকে কেউ বিরক্ত না করলে তারা কাউকে আক্রমণ করেনা। কোবরা বিশ্বের বিষাক্ত সাপ গুলোর মধ্যে অন্যতম একটি সাপ। স্থানীয় সকলে আতঙ্কিত হচ্ছে কোবরা টি কে নিয়ে। গ্রামের প্রায় সকলেই এসে ভিড় জমাচ্ছে কোবরা কে দেখার জন্য।

কেউবা কোবরা টিকে দেখছে আতঙ্কের সাথে আবার কেউ বা দেখছে উৎসাহের সঙ্গে। এতদিন কোবরা টি কৃষকের বাড়িতে কবে বাসা বাঁধলেও তারা এত দিন কিছু বুঝতে পারেনি। তাদের বাসায় একটি কোবরা বাসা বেধেছে হঠাৎ একদিন তিনি যখন তার খরের গাদার হাতে খর সরিয়ে অন্য জায়গায় নিয়েছিলেন তখন তিনি দেখতে পেলেন এর মধ্যে বড় একটি কোবরা সাপ বসে আছে। তিনি সাপটিকে কোনভাবে বিরক্ত না করে রেস্কিউ টিম কে খবর দেয় সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য।।

রেস্কিউ টিমের প্রধান জানান তিনি সকাল সকাল একটা খবর পান। যে গ্রামে একটি কৃষকের খামারের মধ্যে কোবরা সাপ দেখা গিয়েছে। সাপটি অনেকদিন ধরে কৃষকের খামারের মধ্যে বাসা বেধেছে। তিনি সাথে সাথে এ কথা শুনে তাকে নিয়ে সেই গ্রামে উপস্থিত হন। এবং দেখতে পান সত্যি সত্যি কোবরা টি সে কৃষকের খামারের মধ্যে বাসা বেধেছে।। তিনি এসে দেখতে পান কোবরা টি খরের ভিতর লুকিয়ে বসে আছে।এই দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর।

সাপ বা পোকা জাতীয় জিনিস যারা ভয় পায় তাদের কাছে এই বিষয়টি খুবই ভয়ঙ্কর লাগতে পারে। তিনি তার বিভিন্ন সুরক্ষা যন্ত্র বের করলেন ।এনেযন্ত্রের সাহায্যে কোবরাটিকে তার বাসা থেকে বের করে আনেন। সে কোবরাটিকে কৃষকের খামার থেকে বের করে আনা তা এত সহজ ছিল না ।রেস্কিউ টিমে অনেক ধৈর্য ও কষ্ট সাধন করতে হয়েছে এই কোবরাটিকে ধরতে। এত সহজে তারা উপরের দিকে তাদের বশে আনতে পারেনি। কোবরাটি চতুরতার সাথে তাদেরকে এড়িয়ে চলেছে। কোবরাটি যেন তাদের হাতে ধরা দিতে চাচ্ছিল না।

অনেক অনেক কষ্ট করে উপরের দিকে থেকে কোবরা সাপকে উদ্ধারকাজ চালানো হয়। তাদের ধারণা খাবারের সন্ধানে কোবরা টি কৃষক এর বাসায় গ্রামের মধ্যে ঢুকেছে। কোবরার পছন্দের খাদ্যের মধ্যে হচ্ছে ইঁদুর। হয়তো ইঁদুরের তালাশেই বাসা বাড়িতে এসে নিজের বাসস্থান তৈরি করেছে।অনেক কষ্ট করার পর রেস্কিউ টিম কোবরা সাপ কে উদ্ধার করতে সক্ষম হয় ।উদ্ধারকাজ চালিয়ে কোবরা টিকে লোকালয়ের দূরে বনের মধ্যে রেখে আসা হয় যাতে করে কোবরাটি আর লোকালয় আসতে না পারে।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ