এই পদ্ধতিতে রান্নার গ্যাস বুকিং করলে পেয়ে যাবেন ৫০০ টাকা ছাড়, রইলো বিস্তারিত

আজকাল যুগে দাঁড়িয়ে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও আপডেট করে তুলছে। মানুষই মূলতই ডিজিটাল ইন্ডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কাউকে টাকা পাঠানো থেকে শুরু করে অনলাইন শপিং সবই দাঁড়িয়ে ডিজিটালাইজেশন এর উপর। আর নির্ভর হবে নাই বা কেন বলুন তো? কেই বা চায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে।

ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আপনি নিজের কাজ মেটানোর পাশাপাশি পাবেন ক্যাশব্যাকও। এর তাই কেই বা চায় না বলুন তো এমন সুযোগ পেতে। মাঝেমধ্যেই রান্নার গ্যাসের দাম কমা ও বারা নিয়ে নাজেহাল হতে হচ্ছে মধ্যবিত্তদের। কিন্তু তার মাঝেই এমন একটি খবর কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মানুষজনকে।

সম্প্রতি পেটিএম সংস্থা থেকে জানানো হয়েছে যে, আপের মাধ্যমে কোনো গ্রাহক যদি রান্নার গ্যাস বুকিং করেন তাহলে সে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহকরা যদি প্রথমবার বুকিং এর সময় FIRSTLPG প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলেই পেয়ে যাবেন এই দূর্দান্ত অফার।

আর তাই দেরি না করে এখনই সুবিধা নিন এই মাধ্যম থেকে। আর পেয়ে যান ক্যাশব্যাক।