নিজস্ব প্রতিবেদন: পৃথিবীতে সম্পর্কের বন্ধন গুলোর মধ্যে সবচাইতে মধুর যন্ত্রণা হচ্ছে বিবাহের বন্ধন। বিবাহ এমন একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দুটি মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। যার মাধ্যমে দুটি মানুষের মধ্যে ঘনিষ্ঠ এবং যৌন সম্পর্কের সামাজিক স্বীকৃতি লাভ করে। বিবাহের বন্ধনকে ধর্মীয় ভাবে প্রত্যেক ধর্মেই স্বীকৃতি প্রদান করে ।এর মাধ্যমে বিভিন্ন যৌন অসামাজিক কর্মকান্ড গুলো থেকে সমাজকে রক্ষা করে। সামাজিক এবং ধর্মীয় দিক দিয়ে বিবাহের মাধ্যমেই বৈধভাবে সন্তান জন্মদানের অনুমতি প্রদান করে।
আজকের এই ভিডিওটিতে পৃথিবীতে ঘটে যাওয়া কিছু ভিন্ন রকমের বিবাহের বর্ণনা করা হয়েছে। সাধারণভাবে বিবাহের জন্য কিছু নির্ধারিত নিয়ম কানুন অনুসরণ করা হয়। বিশেষ কয়েকটি দিক বিবেচনা করে সাধারণভাবে বিবাহ সম্পাদন করা হয়। যেমন: বয়স, ধর্ম, গোত্র, রাষ্ট্রীয় আইন এবং উভয়ের অনুমতি। আজকের এই ভিডিওটিতে কিছু ভিন্ন নিয়মকানুনের কয়েকটি বিবাহের ঘটনা বর্ণনা করা হয়েছে।
আহমেদ এবং সুফিয়া: তারা ছিলেন আফ্রিকার একটি দেশের বাসিন্দা।যাদের বিবাহের বন্ধনটি ছিল একটু আশ্চর্যজনক। যেখানে বরের বয়স ছিল 104 বছর এবং কনের বয়স ছিল মাত্র 17 বছর। যেখানে বর বিত্তশালী হওয়ার মাত্র 17 বছর মেয়েটিকে বিয়ে করতে পারেন।সোফিয়া ছিলেন ওই ব্যক্তির ছোট বউ।
পিটার, মারিয়া এবং পল: এখানে মারিয়া নামের একটি মেয়ের পিটারের সাথে সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির পারিবারিকভাবে বিবাহ হল পল নামের এক ছেলের সাথে।করে মেয়েটি তার সবার সাথে আলোচনা করে পিটারকেও বিবাহ করার সম্মতি পায়। এবং সে পরে পিঠারকেও বিবাহ করেন। এবং তারা একই বাড়িতে একসঙ্গে বসবাস করে।
কুকুরের সাথে বিবাহ: ভিডিওটিতে তৃতীয় ব্যক্তি ছিলেন একজন জনপ্রিয় মডেল। যিনি কিনা একটি কুকুরকে বিবাহ করে। কুকুরটিকে বিবাহ করার কারণ ছিল যে তিনি মনে করতেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত। এজন্য তিনি তার জীবনসঙ্গী হিসেবে একটি কুকুরকে বেছে নেয়।
জর্জ এবং জেইলা: এখানে একটি মেয়ের নয় বছর বয়সে ক্যান্সার হয়। এবং তার স্বপ্ন ছিল সে বড় হয় কনে সেজে ধুমধাম করে বিয়ে করো। কিন্তু ডাক্তার তাকে কিছুদিনের মধ্যে মারা যাবে বলে ঘোষণা দেন। কিন্তু মেয়েটির বাবা-মা ওই হসপিটালেই ক্যান্সারে আক্রান্ত আরেকটি ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দেয়।
নিজেকেই নিজে বিবাহ করা:আমরা সকলেই জানি বিবাহের বন্ধনটি দুটি মানুষের মধ্যে হয়ে থাকে। কিন্তু এই অদ্ভুত পৃথিবীতে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে একটি ছেলে তার নিজেকেই বিয়ে করেছে। এই ছেলেটির মত আরেকটি মেয়েও এরকম নিজেকে নিজে বিয়ে করেছে বলে জানা যায়।
খাটোদের মধ্যে বিবাহ : অনেক মানুষ আছে যারা জন্ম থেকেই অনেক খাটো হয়ে থাকে। কিন্তু দুটি খাটো মানুষের মধ্যে বিবাহের ঘটনা খুব কমই হয়ে থাকে। তাদের এই বিবাহের কারণে তাদের নাম গিনেস বুকে লেখা হয়েছিল। আমাদের এই আজব দুনিয়ায় কত রকম আজব ঘটনাই ঘটে। কিন্তু এরকম আজব বিবাহ গুলো খুব কমই ঘটে। পৃথিবীতে এমন আজব বিবাহ গুলো সম্পর্কে জানতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল।