খুব সহজে ঝকঝকে করে ফেলুন নিজের পছন্দের গহনা, স্বর্ণ এবং পাথরের গহনা পরিষ্কার করার ঘরোয়া কিছু সহজ পদ্ধতি, রইল ভিডিও সহ A-Z পদ্ধতি।

strong>নিজস্ব প্রতিবেদন: সচরাচর ব্যবহার করা গহনা গুলো সবসময় স্বর্ণের হয়ে থাকে। তবে সঠিকভাবে স্বর্ণের ব্যবহার না করার ফলে অনেক সময় স্বর্ণ নষ্ট হয়ে যায়। যারা সব সময় স্বর্ণের গহনা ব্যবহার করে থাকে তারা সব সময় স্বর্ণের যত্ন নিতে হয়। নির্দিষ্ট সময় পরপর স্বর্ণের পরিষ্কার করতে হয়। তবে আমরা অনেকে পরিষ্কার করার পদ্ধতি না-জানার থাকার কারণে তা সচরাচর পরিষ্কার করা হয়ে থাকে না।

বিশেষ করে যে গহনাগুলোতে বেশি পরিমাণে কারুকাজ করা থাকে ওই গহনা গুলো দিয়ে বেশি পরিমাণে ময়লা ঢুকে। বিশেষ করে মহিলারা যখন চুলে কিংবা শরীরে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকে তখন ওই প্রসাধনীগুলো অনেক সময় গহনার কারুকাজের ভিতরে ঢুকে যায়। যা সময় মত পরিষ্কার না করলে স্বর্ণের রং ফ্যাকাশে হয়ে যায়।

আজকের এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনার ব্যবহারের গহনা গুলো পরিষ্কার রাখবেন। ভিডিওটিতে কয়েকটি পদ্ধতিতে গহনা পরিষ্কার করার নিয়ম দেখানো হয়েছে। চলুন দেরী না করে দেখে নেয়া যাক ওই পদ্ধতি গুলো কি কি। পদ্ধতি সমূহঃ ,রিঠা ফল ,লিকুইড বডি সোপ ,টুথপেস্ট ,পরিষ্কার করণঃ

প্রথম পদ্ধতিঃ প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ হালকা গরম পানি নিতে হবে। তারপর স্বর্ণের গহনা গুলো এর মধ্যে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখতে হবে। গরম পানিতে ভিজিয়ে রাখলে গহনার ভিতরে যে মহিলা গুলো অনেকদিন ধরে লেগে থাকার ফলে শক্ত হয়ে যায় সেই ময়লা গুলো একটু নরম হতে সাহায্য করে। তারপর এই পানির মধ্যে রিঠা ফলটি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।

তারপর একটি ব্রাশ দিয়ে রিঠা ফলের মধ্যে ঘষতে থাকলে এর মত হতে ফেনা উৎপন্ন হবে। কিছুক্ষণ ঘষার পর ব্রাশের মধ্যে যখন ফেনা লেগে যাবে এবং ওই ব্রাশ দিয়ে ভিজিয়ে রাখা গহনাগুলো ভালো করে ঘষতে হবে। এতে গহনার মধ্যে লেগে থাকা ময়লা গুলো খুব সহজেই আলগা হয়ে যাবে। তারপর পানি দিয়ে ধুয়ে নিলেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।

দ্বিতীয় পদ্ধতিঃ এ পদ্ধতিতে গহনা পরিষ্কার করতে সাধারণ টুথপেস্ট ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে গহনা পরিষ্কার করা খুব সহজ এবং এ পদ্ধতিতে গহনা পরিষ্কার করতে বাড়তি কোনো খরচ এর প্রয়োজন হয় না। কেননা টুথপেস্ট সচরাচর প্রত্যেকের ঘরেই সব সময় থাকে। একটি বাসের মধ্যে কিছু পরিমাণ টুথপেষ্ট নিয়ে আমরা সাধারণভাবে দাঁত যেভাবে মাজি সেভাবে –

গহনা গুলো ভালো করে মাজলে এমন তো হতে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তৃতীয় পদ্ধতিঃ আমরা যারা পাথরের গহনা ব্যবহার করে থাকি। যেমন আংটি পরিষ্কারের জন্য আমরা সাধারণত লিকুইড বডি সোপ ব্যবহার করতে পারে। এক্ষেত্রে দ্বিতীয়পদ্ধতির মতো করে ব্রাশ দিয়ে বডি সোপ লাগিয়ে পাথরের গহনা পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *