নিজস্ব প্রতিবেদন: সৃষ্টিজগতের শুরু থেকেই বিভিন্ন প্রজাতির পশু – পাখির বাস এ পৃথিবীতে। হাজার হাজার বছর আগে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, এ তথ্য প্রায় সকলের জানা।কিন্তু সেই ওই প্রজাতির মধ্যে অন্যতম প্রজাতি হলো কুমির। এই কুমির সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে রয়েছে ,শুধু মাত্র জলবায়ুর পরিবর্তন ও সেই অনুসারে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় এর মধ্যে। এভাবেই এতো পরিবর্তনের পর ও প্রাণীটি আজও আমাদের মাঝে দেখা যায়।
বিভিন্ন প্রজাতির কুমির দেখা যায় এর মধ্যে প্রায় সকল প্রজাতি হিংস্র হয়ে থাকে। এসকল প্রাণী গুলো মাংসাশী হয়ে থাকে। অনেকই অবার বাণিজ্যিক ভাবে কুমির চাষ করে থাকেন। অনেক উচ্চ মূল্যে এগুলো বিক্রি হয়ে থাকে। এসকল ধরনের কুমির এর প্রকৃতি,আকার ,অবস্থান এগুলো জানার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক সাহায্য করে থাকে। সহজেই এসব ধরনের সংবাদ গুলো আমরা এর থেকে জানতে পারি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার ব্যাপক উন্নতির সাথে সাথে ,সব কিছু হাতের নাগালে চলে এসেছে। সহজেই যে কোনো জায়গা থেকে এর সম্পর্কে জানতে পারা যায়। বর্তমানে সকলেই চায় আলোচনায় থাকতে। এই আলোচনায় থাকার অন্যতম উপায় হচ্ছে ভাইরাল হওয়া। কেবলমাত্র ভাইরাল হলেই সহজে আলোচনায় থাকা যায়। অনেক সময় কিছু কিছু বিষয় আলোচনার থেকে সমালোচনার বেশি জন্ম দেয়।
মানুষ আলোচনার বিষয় বস্তু গুলো থেকে সমালোচনার বিষয় গুলোতে বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। তাই অনেক সময় অনেকেই সমালোচনার মাধ্যমে নিজের পাবলিসিটি বাড়াতে চায়। ঠিক এধরনের ভাইরাল বিষয়গুলোর মধ্যে প্রাণীরাও বাদ যায় না। অনেকেই বিভিন্ন প্রাণীর উপর করা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করে অনেক প্রশংসা পায়। এমন একটি ভিডিও সম্প্রতি প্রচুর পরিমাণে ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায় কুমির ও একটি ড্রোন। এই ডিউটিতে দেখাও দৃশ্যগুলো খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মনে অনেক আলোচনার জন্ম দেয়। সকলেই ভিডিওটি দেখে অনেক মন্তব্য করে যেগুলো ছিল দেখার মত। আসলে সেখানে দেখা যায় একটি কুমির পানি দিয়ে ঘোরাফেরা করছিল। ঠিক ওই সময় কিছু পর্যটক ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে ছবি তুলছিল। হঠাৎ করে তারা দেখতে পায় পানির মধ্যে একটি কুমির। তারা ড্রোনটিকে কুমিরের কাছে নিয়ে আসে।
যখন ড্রোন টি পানির খুব কাছে চলে আসে তখন কুমির টি ড্রোনেরর উপর হামলা করতে চায়। ঠিক সময়ে ড্রোনটির চালক ড্রোন টিকে উপরে তুলে ফেলে। মূলত কুমিরের এমন আচরণের কারণ হয়তো বা কুমিরটি ভয় পেয়েছে। যার কারণে নিজের আত্মরক্ষার কারণে সেটি হামলা করতে পারে। ভিডিওটি নেটিজেনদের কাছে প্রচুর পরিমাণ প্রশংসা উপায় এবং সকলের প্রচুর অবাক হয়ে ভিডিওটি দেখে।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ