নিজস্ব প্রতিবেদন: আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুপ্তধন এর সন্ধান পাওয়ার ঘটনা শুনে থাকি। গুপ্তধনের কাহিনীগুলো বেশ রোমাঞ্চকর হয়ে থাকে। এবং প্রত্যেকের গুপ্তধনের কাহিনীগুলো সোনার একটা অন্যরকম আগ্রহ থাকে। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সিনেমা কিংবা বই-পুস্তক গুলোতে বিভিন্ন গুপ্তধন আবিষ্কারের বিভিন্ন ঘটনা দেখা এবং পড়ে থাকি। কিন্তু বাস্তবে তা খুব কমই দেখতে পাই। এ ঘটনাগুলো যদিও বাস্তবে ঘটে কিন্তু তা মানুষের প্রকাশ্যে আসে না।
আজকের ভিডিওটিতে এমন কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে বাস্তব জীবনে মানুষ বিভিন্নভাবে বড় বড় ধরনের গুপ্তধন এর সন্ধান পেয়েছে। যেগুলো শুনলে আপনারা অবশ্যই আশ্চর্যান্বিত হবেন। গোল্ড ব্রিফকেস ফাউন্ড: এই ঘটনাটি জিম্বাবুয়ে ঘটেছে। এ সময় ওই এলাকায় খুব বৃষ্টিপাত হতে থাকে। এবং একসময় একটি কৃষকের জমি অতিবৃষ্টির কারণে একটি গর্তের সৃষ্টি হয়ে যায়। কিছুদিন পর ওই কৃষক গর্ত টিতে কিছু কি দেখতে পায়। এবং সে তা তুলে দেখে এটি একটি ব্রিফকেস। এবং সেই ব্রিফকেসেরতালা ভেঙে এর মধ্যে দেখতে পেল আটটি বড় বড় সোনার বার।
এবং তার সাথে একটি পিস্তল এবং একটি পুরনো দিনের তলোয়ার। এবং সেগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সে টোটাল 40 কেজির মতো সোনা পায়। গোল্ড ক্রাউন: বেলজিয়ামের প্রত্যেকটি গ্রামে সোনার মুকুট পাওয়া গিয়েছিল। একবার সেই গ্রামটিতে এক ব্যক্তির একটি গাছ মরে যাচ্ছিল। এবং সে মনে করে তার গাছের গোড়ায় পোকার আক্রমণ করেছে। তখন সেই গাছের গোড়া থেকে মাটি খুঁড়ে মরে যাওয়ার কারণটি বের করার সময় তিনি হঠাৎ করে দেখতে বলেন গাছের গোড়ায় সোনালী রংয়ের কিছু একটি দেখা যাচ্ছে।
এবং তিনি আস্তে আস্তে মাটি সরিয়ে দেখতে পেলেন এটি একটি বড় আকৃতির সোনার মুকুট। এবং সে বুঝতে পারল এটি কোন রাজা মহারাজার মাথার সোনার মুকুট। এক্সপার্টরা গবেষণা করে বের করলো যে এটি হয়তো কোন হাজার আঠারোশো শতাব্দী কোন রাজা মহারাজার মাথার মুকুট। পরে তা বেলজিয়ামের গভর্মেন্ট এই লোকটির কাছ থেকে এই সোনার মুকুট টি 17 কোটি টাকা দিয়ে কিনে নেয়। গোল্ড মাউন্টেন: সোনার পাহাড় টি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
এটিকে দূর থেকে অন্যান্য পাহাড়ের চেয়ে একটু আলাদা দেখা যায়। পাহাড় থেকে ঝর্ণা পানির সাথে বিভিন্ন পাথরের সাথে ছোট বড় সোনার টুকরো বেরিয়ে আসে। গোল্ডেন জুয়েলারি ব্রিফকেস: এই ঘটনাটি সাইবেরিয়ায় ঘটেছে। দুজনকে একটি বৃক্ষ রোপণের জন্য একটি গর্ত করছিলেন। এবং গর্ত করতে গিয়ে তারা একটি ব্রিফকেস পায়। প্রথমে ব্রিফকেসটি পেয়ে তারা খুব ভয় পেয়ে যায়। এবং তারা স্থানীয় পুলিশকে খবর দেয়। এবং পুলিশ এসে পরবর্তীতে ব্রিফকেসটি খুলেন এবং এর মধ্যে দেখতে পায় বড় বড় তিনটি সোনার বার এবং তার সাথে কিছু জুয়েলারি।
এখান থেকে প্রাপ্ত মোট সম্পদের দাম ছিল 10 কোটি টাকা। কিন্তু গভর্মেন্ট তাদেরকে আড়াই কোটি টাকার সোনা দিয়ে দেয়। গোল্ড বার ফাউন্ড: এ ঘটনাটি ঘটে কলম্বিয়ায়। একজন ডিরেক্টর কর্মচারী কিছু যন্ত্রাংশ খোঁজার জন্য একটি ডিটেক্টর মেশিন নিয়ে আসে। হঠাৎ করে তার মেশিনটি বড় কিছুর সিগনাল দেয়। এবং সে মাটি খুঁড়ে দেখতে পেল বিশাল আকৃতির এক সোনার বার। যার ওজন ছিল প্রায় 1 কেজি। গোল্ড জুয়েলারি পট: চীনের একটি জঙ্গলে একদল মাইনিং টিম তাদের ডিটেক্টর যন্ত্র দিয়ে একটি মেটালের খোঁজ করছিল। হঠাৎ করে তাদের যন্ত্রটি কিছু একটা মেটালের সিগনাল দেয়। এবং তারা মাটি খুঁড়ে দুটি মাটির পাত্র পায়।
এবং মাটির পাত্রটির গুলোর ভিতরে ছিল মূল্যবান স্বর্ণালঙ্কার। গোল্ড স্টোন ফাউন্ড: জার্মানির এক ব্যক্তি কংকর মিশ্রিত মাটি খুড়তে গিয়ে বড় একটি কিছু আছে বলে অনুভব করে। এবং সে মাটি খুঁড়ে দেখতে পেল বড় একটি সোনার পাথর। গোল্ড কয়েন পট: নেপালের একটি গ্রামে এক ব্যক্তি এক্সকেভেটর দিয়ে তার জমি খনন করেছিল। এবং হঠাৎ করে মাটির নিচ থেকে একটি মাটির পাত্র বেরিয়ে এলো। যার মধ্যে ছিল অনেকগুলো সোনার কয়েন। এই মূল্যবান সম্পদ গুলো কৃষকের জীবন মুহূর্তেই বদলে দেয়। ভিডিওটিতে কিভাবে এই গুপ্তধন গুলো কুড়িয়ে পায় তার চিত্র সুন্দরভাবে সাজিয়ে দেখানো হয়েছে। কিভাবে প্রত্যেকটি গুপ্তধন পেয়েছে তা দেখতে না টেনে পুরো ভিডিওটি দেখুন।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ