নিজস্ব প্রতিবেদন: রানাঘাটের রানু মণ্ডলের কথা মনে পড়ে আপনাদের? এই রানু মণ্ডল ফের ভাইরাল হয়েছেন। দুবছর আগে লতা মঙ্গেশকরের “এক প্যায়ার কা নাগমা” গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। কিন্তু এইবার তিনি ভাইরাল হয়েছেন ইওহানি ডি’সিলভার সিংহলী ভাষার “মানিকে মাগে হিতে” গানটি গেয়ে। পূর্বে তার পরনে ছিল সাদামাটা নীল শাড়ি, এইবার তার পরনে আছে লাল টি-শার্ট।
আগে তার ভিডিও আপলোড করেছিলেন এক ইঞ্জিনিয়ার, আর এবার করলেন এক ইউটিউবার। এইবার বেশ কিছু পরিবর্তন আসলেও, পরিবর্তন হয়নি রানু মণ্ডলের গানের গলার। তার এই গানের শেষে ইউটিউবার স্বয়ং প্রশংসা করেছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে বলছেন রানু গানটি ভুল গেয়েছেন।
রেল স্টেশনে বসে গান গাওয়া রানু মণ্ডল দুই বছর আগে ছিলেন জনপ্রিয়তার উচ্চ শিখরে। কিন্তু তার বাজে ব্যবহার ও অহংকারের কারণে আজ তিনি আবার সর্বহারা। এই ভিডিওটি ইতিমধ্যে 62 হাজার মানুষ দেখে ফেলেছেন। আর প্রায় আড়াই হাজার মানুষ লাইকও করেছেন। আপনারা যদি এখনও এই ভিডিও না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন।
আগে তার ভিডিও আপলোড করেছিলেন এক ইঞ্জিনিয়ার, আর এবার করলেন এক ইউটিউবার। এইবার বেশ কিছু পরিবর্তন আসলেও, পরিবর্তন হয়নি রানু মণ্ডলের গানের গলার। তার এই গানের শেষে ইউটিউবার স্বয়ং প্রশংসা করেছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে বলছেন রানু গানটি ভুল গেয়েছেন।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ