সোনার দামের (Gold Price) বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থনীতি অনেকটাই প্রভাব ফেলে থাকে, যার জেরে সাধারন মানুষকে ভুগতে হয়। ঠিক এমন ভাবেই বর্তমানে সারা বিশ্বজুড়ে এক রাজনৈতিক চাপানউতোরের সৃষ্টি হয়েছে, যার ক্ষতিকর প্রভাব সমগ্র বিশ্বের অর্থনীতির ওপরে পড়ছে। সোনার মতো মূল্যবান ধাতুর দাম সারাবিশ্বেই বর্তমানে ওঠানামা করছে।
হুড়মুড়িয়ে কমল ২২-২৪ ক্যারেট সোনার দাম, রেকর্ড দরের থেকে কমল ৪,৩৫০ টাকা, অর্থ বিনিয়োগ বা অর্থ সঞ্চয়ের বা উদ্দেশ্যে সাধারণ মানুষ সোনা ক্রয় করে থাকেন। এছাড়াও, শখের জন্য অথবা বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে উপহার হিসেবে সোনার তৈরি বিভিন্ন জিনিস দেওয়ার চল রয়েছে। এর সাথেই রুপোর বিভিন্ন ডিজাইনের গয়নাও এখন ফ্যাশনে পরিণত হয়েছে।
স্বাভাবিকভাবেই সোনা-রুপোর দামের (Gold and Silver Price) এই বারংবার পরিবর্তন সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ মঙ্গলবার সোনার দাম এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে।
কলকাতায় আজ অর্থাৎ ১৪ জুন ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ৩৫০ টাকা কমে গিয়ে ৫২,১৫০ টাকা হয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) তুলনায় ৪,০৫০ টাকা কম রয়েছে। এর সাথেই মঙ্গলবার ২২ ক্যারাট গহনা সোনার দাম ৩০০ টাকা হ্রাস পেয়ে ৪৯,৫০০ টাকা এবং ২২ ক্যারাট হলমার্ক সোনার দামও ৩০০ টাকা কমে ৫০,২৫০ টাকায় পৌঁছেছে।
কলকাতা শহরে আজ সোনার পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামও (Silver Price) বেশ খানিকটা কম হয়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম মঙ্গলবার ৯০০ টাকা হ্রাস পেয়ে হয়েছে ৬১,৪৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দামও ৯০০ টাকা কমে ৬১,৫৫০ টাকায় দাঁড়িয়েছে।