সমুদ্রের মধ্যে বড়শি দিয়ে টোপ পেতে দারুন কায়দা করে বিরাট বড় অদ্ভুত মাছ ধরল যুবক, মূহুর্তেই ভাগ্য বদল যুবকের! ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন:বড়শীতে টোপ লাগিয়ে ছিপ ফেলা হয়। মাছ টোপ গিললে সূতায় টান পড়ে এবং তখন ছিপ দ্রুত টেনে তোলা হয়। সূতার মাঝামাঝি থাকে ফাৎনা যা পানিতে ভেসে থাকে। টোপে মাছ ঠোকর দিলে ফাৎনা নড়ে ওঠে।
এই পৃথীবিতে মাছ ধরার যত পদ্ধতি আছে যত ধরনের নিয়ম কানুন আছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাছ ধরার পদ্ধিতির নাম হলো বরশি দিয়ে মাছ ধরা।

বরশি দিয়ে আপনি বিভিন্ন ধরনের মাছ ধরতে পারবেন । রুই কাতলা, মাগুর, ট্যাংরা, পুটি , সহ প্রায় সব ধরনের মাছই আপনি বরশি দিয়ে ধরতে পারবেন ।এই পদ্ধিতিতে মাছ ধরা অনান্য মাছ ধরার পদ্ধিতি থেকে সহজ্ এবং আরামদায়ক ।১। একটি ছিপ লাগবে । বাশ অথবা বেত দিয়ে বানানো যেকোন একটি ছিপ হলেই হবে ।

২। একটি ভালো কাল যুক্ত লো বা পিতলের বরশী লাগবে ।৩ । বরশি তে লাগানোর জন্য মাছের খাদ্য বা টোপ লাগবে ।প্রথমে একটি ছিপ নিয়ে তারসাথে সুতার সাহায্যে একটি বরশি যুক্ত করে নিন ।এরপর সেই বরশির মাথায় মাছের জন্য কিছু খাদ্য আটকিয়ে পানিতে ফেলুন । এরপর দেখবেন মাছ এসে আপনার ফেলানো বরিশি তে ঠোকর মারতেছে।

এভাবে ঠোকাতে ঠোকাতে একসময় মাছটি আপনার বরশিতে আটা্কানো খাবারটি গিলে ফেলবে আর তখনিই আপনি ধরে ফেলবেন মাছটিকে ।রশি দিয়ে মাছ শিকার করতে হলে আপনাকে মাছের জন্য কিছু খাদ্য যা আঞ্চলিক ভাষায় আমরা টোপ বলি সেরকম কিছু টোপ লাগবে ।যেমন ধরুন । পুটি মাছ ধরতে পাউরুটি, ময়দা,টোপ হিসেবে ব্যাবহার করা যায়।বড় বোয়াল মাছ ধরতে , মৌমাছির বাচ্চা, টাকি মাছ, তেলেপোকা, এসব খাবার ব্যাবহার করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *