সব জায়গায় ক্ষমতা খাটানো মোটেও ঠিক নয়! কুমিরের উপড় রাগান্বিত হয়ে পানির উপড় ঝাপিয়ে পরে বন্য মহিষের পাল। উলটো কুমিরের আক্রমনে ছিন্ন বিচ্ছিন্ন মহিষের পাল।তুমুল ভাইরাল সেই ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:এক পাল বন্য মহিষ জল খেতে এসেছিল নদীতে। হঠাৎ করে একদল কুমিরের পাল এসে আক্রমণ করে ওই মহিষদের। তাদের মধ্যে সকলে উপরে থাকলেও পড়ে যায় চারটি মহিষ। আর তার সঙ্গেই ঘটে যায় উলটপুরাণের ঘটনা। দেখুন ভিডিওটা একবার।বন্য প্রাণীদের লড়াই দেখতে ভালবাসেন মানুষ। না, চোখের সামনে নয়, টিভির পর্দায়।

ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিকে এতটাই মনযোগ সহকারে সেই ভিডিও মানুষ দেখেন যে, চোখের পলক পর্যন্ত পড়ে না। সম্প্রতি একটি ইউটিউব ভিডিও নেটপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।সেখানে দেখা গিয়েছে, কয়েকটি মহিষ এবং নীল কুমির তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। ভিডিয়োটি পুরনো, তবে সম্প্রতি তা নতুন করে ভাইরাল হয়েছে। দক্ষিণ আফ্রিকার লোভেড অঞ্চলের ভিডিয়ো এটি।

ভিডিওটিতে মহিষের পাল নদীতে যায় পানির পিপাসা মিটানোর জন্য। হঠাৎ নদী থেকে ভেসে ওঠে এক পাল কুমির। কুমিরের পালের উপর ক্ষুব্ধ হয়ে মহিষের পাল থেকে চারটি বন্য মহিষ ঝাঁপিয়ে পড়ে।ভিডিওতে মহিষকে আক্রমণ করার চেষ্টা করে বিশালাকার কুমির। কিন্তু শেষ পর্যন্ত উলটপুরাণের ঘটনা ঘটে। দেখা যায়, ওই মহিষগুলোই শেষে কুমিরের কাছে পরাস্ত হয়।ভিডিয়োতে প্রথমে দেখা যায়, একপাল মহিষ নদীতে জল খেতে আসে।

সেখানেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল বিরাট একদল কুমির!সুযোগ বুঝেই তারপরে আক্রমণ করে সে। সবকটা মোষ উপড়ে থেকে গেলেও আটকে যায় চারজন। তাকেই ছেঁকে ধরে কুমিরটি। কিন্তু সে মহিষও দাঁত কামড়ে লড়াইটা চালিয়ে যায়। সে যে ময়দান ছাড়ার পাত্র নয় বুঝিয়ে দেয়। তখন কুমিরটা ওই মহিষের নাক ও মুখ দাঁত দিয়ে চেপে ধরে। সেই অবস্থাতেই কুমিরটাকে নদী থেকে ডাঙায় তুলে নিয়ে আসার চেষ্টা করে মহিষটি।

শেষমেশ ওই কুমিরের কাছে বশ্যতা স্বীকার করতে হয় প্রাণীটিকে।সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দুই প্রাণীরই এমন আচরণ দেখে বিস্মিত। কেউ কেউ এটা ভেবেও মর্মাহতও হয়েছেন, অন্য মহিষরা থাকা সত্ত্বেও কেন এগিয়ে এল না তাদের বন্ধুকে বাঁচাতে।কেউ আবার এই মহিষার সাহসিকতা দেখে অবাক হয়েছেন। একজন লিখলেন, “আমি সত্যিই ভেবেছিলাম যে, এই মহিষগুলো এই কুমিরটির সঙ্গে লড়াই করবে সবাই মিলে।

ভাল বন্ধু তো সেই, যে বন্ধুর দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।”প্রাণে বাঁচতে পাশের নদীর জলে নেমে পড়ে মহিষটি। কিন্তু জলেও যে রয়েছে কুমির। একটি কুমির ওই মহিষটির গলায় কামড়ে ধরে কাবু করার চেষ্টা করে। কিন্তু হাল ছাড়ে না মহিষটিও। অগভীর জল থেকে ডাঙার দিকে উঠে আসার চেষ্টা করতেই কুমিরটি বুঝতে পারে একে কব্জা করা তার পক্ষে সম্ভব নয়। অবশেষে রণে ভঙ্গ দেয় কুমিরটি।

বিপদের এখানেই শেষ নয়, এতক্ষণ ডাঙায় অপেক্ষা করছিল সিংহগুলো। তবে জলের থেকে মাটির লড়াইটা যেহেতু মহিষটির চেনা তাই সেখানেই সে লড়াইটা নিয়ে যায়। ডাঙায় উঠে আসতেই পাঁচটি সিংহ তাকে ঘিরে আক্রমণ চালায়। কিন্তু মহিষের বিশাল শরীর আর শিং ও খুরের সামনে সিংহগুলো এঁটে উঠতে পারেনি। আর একজন যোগ করলেন, “অন্য মহিষদের ভূমিকা আমাকে অবাক করেছে।

ওদের সবার উচিত ছিল কুমিরের পিঠের উপর চেপে দাঁড়িয়ে থাকা। আসলে মহিষরা তাদের পায়ের চারটে খুর মাটিতে না থাকলে নিরাপদ বোধ করে না। এটা অন্য প্রাণীদের ক্ষেত্রেও সত্য। এক্ষেত্রেও ওই মহিষগুলি জলে থাকার জন্যই বেশি ভয় পেয়েছিল।”ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, এটা একটা অস্বাভাবিক দৃশ্য ছিল।

মহিষরা বড় হওয়ায় তাদের আক্রমণ করাটা যথেষ্ট কষ্টজনক হয়ে যায় কুমিরদের জন্য। তাই মহিষরা যখন জলপান করতে আসে, তখন কুমিররা চেষ্টা করে তাদের মুখ বা নাকে আঘাত হানার। এবার সেই একই কাণ্ড ঘটাতে গিয়েছিল প্রাণীটি। কিন্তু তাতে হিতের বিপরীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *