সদ্য বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়েছেন দাদা। বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে আছেন দাদা। ইতিমধ্যেই ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বলে দিবারাত্রি টেস্ট এর খেলার স্বপ্ন কে তিনি পূর্ণ করেছেন।ইডেনে সকল দর্শকের মাঝে সেলফি তুললেন,,
দর্শকদের সাথে হাত মেলালেন, এভাবে তিনি দর্শকের মাঝে নিজের জায়গাটিকে আরও পাকা করে নিলেন। বাঙালিদের মনে আরও জাঁকিয়ে বসেছেন।
এর মধ্যে বাকুড়ার এক যুবক শালপাতার এক শিল্প কর্মে সৌরভ গাঙ্গুলির মুখ ফুটিয়ে তুললেন। একদম নিখুত ভাবেই তার মুখ ফুটিয়ে তুললেন দাদার মুখ। স্বপ্ন ছিল দাদার হাতেই তার শিল্পকর্ম তুলে দেবেন।
শেষ পর্যন্ত তার এই স্বপ্ন সম্পূর্ণ করলেন দাদা। যেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হল, তারপরের দিন থেকেই শালপাতা কুড়িয়ে এনে শুরু করেন সৃষ্টিকর্ম।
ব্লেড দিয়ে সূক্ষ্মভাবে চিরে চিরে সেখানে ফুটিয়ে তোলেন প্রিয় ক্রিকেটারের মুখ। তাও ফেসবুকে পোস্ট করেন রূপম। নজর কাড়ে অনেকের। যাঁর মধ্যে উল্লেখযোগ্য বোর্ড
সচিব অভিষেক ডালমিয়া। রূপমের কাজ দেখে তিনি নিজেই তাঁকে এসএমএস করেন। সৌরভের প্রতিকৃতি সম্বলিত পাতাটি নিয়ে কলকাতায় আসতে বলেন।