রাস্তায় বাঘ কে বিরক্ত করায় প্রচন্ড ক্ষেপে যায় পথচারির যুবকের উপর, যুবকের ‍পিছু পিছু দৌড়াতে দৌড়াতে ঘুতো দিয়ে মটর সাইকেল সহ বাস্তার নিচে ফেলে দিল, তুমুল ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন: পৃথিবীতে যত প্রকার হিংস্র প্রাণী রয়েছে তার মধ্যে বাঘ অন্যতম। তাই আমরা অনেকেই আছে যে বাঘের সাথে মজা করে অনেক ভুল করে ফেলি। সাম্প্রতিক এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যুবকের ও একটি বাঘের একটি ভাইরাল ঘটনা বিস্তারিত প্রতিবেদনে।

অতীতে প্রাণী তাদের বিপরীত প্রাণীর সাথে একে অপরের সাথে লড়াই করে থাকে তবে কিছু কিছু প্রাণী এতটাই লড়াই করে থাকে যে একজন আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধা বোধ করে না। কিন্তু বনের কিছু প্রাণী আছে যারা লড়াই করে মূলত তাদের অনুরোধ খাদ্য যোগান দিতে। তারা নিজেদের পেটের ক্ষুধা মেটানোর জন্য কোন প্রাণীকে শিকার হিসেবে বাছাই করে নেয় এবং তাদের বুদ্ধিমত্তা এবং সাহসিকতার মাধ্যমে তারা তাদেরকে শিকার করে থাকে।বলতে পারেন এটি তাদের বৈশিষ্ট্য খাদ্য ও যোগানের একমাত্র পথ হিসেবে।

তবে বাঘ এবংযুবক একে অপরে যে লড়াই করে বেশি লক্ষ্য করা যায় না তারা দুজন দুটি প্রাণী কিন্তু পাশাপাশি প্রাণে তারা তাদের খাদ্য যোগান দিতে অন্য প্রাণীদের কে শিখাইছে বেছে নেয় কিন্তু তারা তাদেরকে মধ্যে যে এতটা লড়াই হতে পারে তা সত্যিই অভাবনীয়।
বর্তমানে ইউটিউব কিংবা বিভিন্ন যোগাযোগ মাধ্যম এ বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হয়ে থাকে। মাঝেমধ্যে বিভিন্ন বন্যপ্রাণীর বিভিন্ন চিত্র ইন্টারনেটে ভাইরাল হয়ে থাকে। এগুলো আমরা সচরাচর পেয়ে থাকি।

আজকের এই ভিডিওটিতে বন্যপ্রাণীর কিছু আলাদা আলাদা চিত্র ধারণ করা হয়েছে।যেখানে বিভিন্ন নিরীহ প্রাণীর ওপর ভয়ঙ্কর সিংহ আক্রমণ করা হয়। এবং ভাগ্য গুনে এই প্রাণীগুলো ভয়ঙ্কর সিংহের হাত থেকে জীবনের রক্ষা পায়। আপনার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাঘ এবং যুবকের মধ্যে লড়াইয়ের মূল কারণ কি? তবে একটি বিষয় লক্ষণীয় যে বাঘ এবং যুবক একই বনে একই জায়গায় অবস্থান করে না কারণ তারা মাংসাশী প্রাণী।

এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন যুবক রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি বাঘ পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে।বাঘটির জঙ্গল থেকে বের হওয়ার কারণ হল যুবকের মোটরসাইকেলের লাইটের আলো বাঘের চোখে পড়ায় বাঘ খুব রাগান্বিত হয়ে যায়। আর বাঘ খুব রাগে দৌড়ে এসে যুবকের টরসাইকেলের সামনে পড়ে। যুবকে যদি সাথে মোটর সাইকেলের ব্রেক না করতো তাহলে যুবক বাঘের শিকার হয়ে যেত ।

আর এভাবেই তার জীবন বাচিয়ে ফেলে। তবে কিছু কিছু সময় খুব নিরীহ প্রাণী গুলোও এই ভয়ঙ্কর প্রাণী বাঘ কে ফাঁকি দিয়ে জীবন বাঁচিয়ে নেয়।জীবন বাঁচানোর জন্য এই চেষ্টাটুকু প্রত্যেকেই করা প্রয়োজন। কেননা বর্তমানে দুনিয়াতে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। সে হোক কোন প্রাণী বা হোক মানুষ।আর যুবকেও ঠিক সেই কাজ টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *