মাত্র তিন টাকার বিস্কুট দিয়ে বানিয়ে ফেলুন অসম্ভব মজাদার আইসক্রিম! একবার খেলে বারবার খেতে মন চাইবে, দোকানের আইসক্রিমকেও হার মানাবে! রইল স্টেপ বাই স্টেপ রেসিপিসহ ভিডিও

নিজস্ব প্রতিবেদন:গরমে স্বস্তি দিতে আইসক্রিমের জুড়ি মেলা ভার। ছোট-বড় সবাই আইসক্রিম খেতে পছন্দ করেন। কারো পছন্দ স্ট্রবেরি, কারো ভ্যানিলা বা চকলেট। তবে এর মধ্যে অরেঞ্জ আইসক্রিমের কথা তো ভুলে গেলে চলবে না!
এ ফ্লেভারের আইসক্রিমের প্রতি বাড়তি আকর্ষণ আছে সবার। আইসক্রিমের মধ্যে ভ্যনিলা বা চকলেটের মতো বিস্কুট ফ্লেভারেরও সমান জনপ্রিয়তা রয়েছে।

বেশিরভাগ সময় আইসক্রিম কর্ণার থেকেই সবাই আইসক্রিম কিনে খেয়ে থাকেন। তবে চাইলেই মাত্র ৩ উপাদান দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন বিস্কুট আইসক্রিম। জেনে নিন রেসিপি-উপকরণ১. বিস্কুট ৩ টি২. কনডেন্সড মিল্ক আধা কাপ৩. হুইপিং ক্রিম ১ কাপ ও৪. বিস্কুট ফ্লেভার ১টি।৫.চিনি ২ কাপ

পদ্ধতি প্রথমে পেপে বা তরমুজ থেকে ভালো করে রস বের করে রাখুন একটি পাত্রে। এবার এর মধ্যে আধা কাপ কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন।পেপের রস ও কনডেন্সড মিল্ক ভালো করে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, কনডেন্সড মিল্ক যেন ভালোভাবে গলে যায়।
এরপর হুইপিং ক্রিম একটি হ্যান্ড বা ইলেট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিন।

৫-৭ মিনিট বিট করে যখন ফোমের মতো হবে; তখন পেপেও তরমুজের রস ও কনডেন্সড মিল্কের মিশ্রণটি ঢেলে দিন।সঙ্গে তরমুজ ফুড কালার মিশিয়ে আবারো ভালো করে বিট করে নিন ২-৩ মিনিট। এবার একটি বক্সে আইসক্রিমের এ মিশ্রণটি ঢেলে মুখ লাগিয়ে ফ্রিজের ডিপে রাখুন ৮ ঘণ্টা।নির্দিষ্ট সময় পর বের করে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ আইসক্রিম। এটি বেশ কয়েকদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *