মহিশের বাচ্চা শিকার করতে এসে বিপদে সিংহ। মহিষের শিংয়ের আঘাতে উল্টো শিকার বনে গেল চিতা। নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন:পৃথিবীতে যত প্রা,ণী আছে সবচাইতে দ্রু,তগামী হচ্ছে এরা।সিং,হকে বনের রাজা বলা হয় কিন্তু সিংহ অন্য প্রা,ণীদের নিকট শি,কার হতে দেখেছেন কেউ।তাই আজকে আমরা এমন কিছু প্রা,ণীকে নিয়ে আলোচনা করব যারা সিং,হকে হার মানাতে সক্ষম হয়েছে।

জঙ্গলের রাজা তাদেরকে দেখলে জান বাঁচা,নোর জন্য পালিয়ে যায়।আপনারা কি জানেন সিং,হ হাওয়ায় উড়তে পারে,আমার কথার অর্থ হল সিং,হ একটি ম,হিষকে একা পেয়ে তার ওপর ঝাঁ,পিয়ে পরলো। যখন সিং,হটি মহিষের পর আক্র,মণ শুরু করল তখন মহিষের পাল থাকে অন্য একটি বিশাল ম,হিষ সিং,হটি কে তার দড়ালো সিঙ্গ দিয়ে হাওয়াই উড়িয়ে দেয়।

তখন এই ম,হিষের পাল থেকে বাঁচার জন্য সিং,হটি বয়ে গাছে উঠে পড়ে।সিং,হ তার স্বীকার করার কৌশলের জন্য অনেক বিখ্যাত এরা তাদের শিকার কে অনেক দূর থেকে সুখে ফেলে। একটি সিং,হ ভুল করে জল হস্তী কে শি,কার করার জন্য এগিয়ে যাই।কিন্তু জল,হস্তী সিং,হর চাইয়ে অনেক অনেক ভয়,ঙ্কর ও শক্তিশালী।

জল,হস্তী সিংহর উপর উল্টা ধাওয়া করে বয়ে কোনরকম সিং,হটি তার জান নিয়ে পালিয়ে যায় সেখান থেকেশুরুর দিকে সোশ্যাল মিডিয়া এতটা জনপ্রিয় ছিল না। সময়ের ব্যবধানে ও সোশ্যাল সাইট আরও উন্নত করার কারণে মানুষের মাঝে এর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়। বর্তমান সময়ে মোটামুটি সবকিছুই এসব সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়।

যা কিছু কিছু অনেক ভালো কিছু আবার বিপদজনক মোটকথা সকল ধরনের সংবাদ, পরিস্থিতি এবং সামাজিক অবস্থা সবকিছুই আমরা এর মাধ্যমে জানতে পারি।বর্তমান সময়ে মানুষের জীবনের উপর একটি প্রভাব ফেলেছে এ সোশল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার সহজলভ্য হওয়ার কারণে খুব সহজে জানতে পারি বিশ্বের কোথায় কি হচ্ছে।কোন কাজটি ভালো এবং কোন কাজটি মানব স্বার্থের ঊর্ধ্বে যাচ্ছে।

বর্তমানে মানুষ ভাইরাল ভাইরাল হওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করে। যার মধ্যে কিছু বিনোদন দেয় আবার আবার কিছু বিপদজনক হয়ে থাকে। প্রাণ সংশয় হওয়ার ভয় থাকে কিন্তু এ ভাইরাল হওয়া প্রবণতা মানুষকে এই সকল দিক থেকে ফেরাতে পারছে না।মোটকথা সবার ধারণা ভাইরাল হতে পারলেই হয়তো সে সবকিছু অর্জন করে ফেলবে।

কিন্তু প্রকৃত অর্থে কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রাণ সংশয় পর্যন্ত হয়ে থাকে এমন একটি ভিডিও ভাইরাল হয় কিছুদিন আগে।এই ভিডিওটিতে দেখা যায় মহিষ এবং সিংহের লড়াই। আফ্রিকার একটি বিশাল বড় জঙ্গলে একদল মহিষ এবং একদল সিংহ ছিল।সেই জঙ্গলের সিংহের খুব খিদে পেয়েছিল।

তখন একদল মহিষ দেখতে পায় মহিষ দের ছিল একটি বাচ্চা সিংহ বাচ্চাটিকে খাওয়ার জন্য নানা ফন্দি বের করল।কিন্তু মহিষ গুলা ছিল খুবই শক্তিশালী। তারা তাদের বাচ্চাকে কোনমতেই সিংহ আহরণ করতে দিল না।সিংহ টি যখন মহিষের বাচ্চাটিকে খেতে আসে তখন মা মহিষটি সিংহের এর সাথে লড়াই করে বাধা দেয়।

কিন্তু রাক্ষস সিংহ কোনমতেই বাচ্চাটিকে না খেয়ে যেতে চায়না।তখন সিংহ তার দল নিয়ে আসলো এবং মহিষ দের দাওয়া করল। অপরদিকে মহিশ ও তার দলকে নিয়ে আসলো। সিংহ এবং মহিষের শুরু হয়ে গেল লড়াই লড়াই করতে করতে সিংহ হেরে গেল মহিষর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *