ভয়ংকর ঈগলের থাবায় পড়ল কিং কোবরা সাপ। নখের আছড়ে ব্যাথায় কাতরাচ্ছে কোবরা। ঈগল কোবরার এমন দূর্লভ লড়াই, কাপাচ্ছে নেটদুনিয়া। তুমুল ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন:ঈগল একপ্রকার বৃহৎ আকার, শক্তিধর, দক্ষ শিকারি পাখি।আকাশের খুব উঁচু থেকেও ‘ঈগল’ তার শিকার দেখতে পায়।বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাস-মুরগী সবকিছু খেয়েই জীবনধারণ করে থাকে। একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন নাকি প্রায় ৩০ কেজি এবং লম্বায় প্রায় ৩০-৩৫ ইঞ্চি পর্যন্ত হয়।তাহলে বোঝাই যাচ্ছে খুব সহজেই তার শিকার করতে কতটা সুবিধা হয়।

এবার এক ঈগলের শিকার করার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।ঈগল পাখির খুবই খতরনাক স্বভাবের। এরা শিকারি পাখি। ঈগলকে আমরা চিনি শক্তিধর, দক্ষ একটি শিকারি পাখি হিসাবে। ঈগল যেই উচ্চতায় উড়ে বেড়ায়, সেই উচ্চতায় অন্য কোন পাখি পৌঁছাতেও পারে না।এজন্যেই ঈগল একা ওড়ার সিদ্ধান্ত নেয়, কারোর সাথে দল বেঁধে নয়।

ঈগলের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেই ৫ কিলোমিটার পর্যন্ত দেখতে পায়, তাও একদম স্পষ্ট। ঈগল আকাশের অনেক কিছু থেকেও নিজের শিকারকে সঠিকভাবে প্রত্যক্ষ করতে পারে।পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে খেয়ে থাকে।কখনোই কোন মৃত জিনিস তারা ভক্ষণ করে না।ছোট বেলায় আমরা প্রায় সকলেই বাংলা বর্ণমালার সঙ্গে পরিচিত হয়েছি একটা ছড়ার মাধ্যমে।

মনে আছে নিশ্চয়ই… “অ-এ অজগর আসছে তেড়ে, আ-এ আমটি খাব পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে”। বইয়ের পাতায় থাকা ঈগল পাখি সম্পর্কে বাচ্চাদের মনে ভয়-ভীতি সঞ্চার হতো। বিশাল আকৃতির ঈগল কিন্তু সত্যিই আছে।৭-৮ কেজি ওজনের শিকার যেমন, একটা আস্ত হনুমান বা বাঁদর অথবা ভেঁড়া অনায়াসেই ছোঁ মেরে তুলে নিয়ে যেতে পারে এই দৈত্যাকার ঈগল পাখি। এদের বলে হার্পি ঈগল।

আকাশের সবচেয়ে বড়, শক্তিশালী আর হিংস্র শিকারি পাখিদের মধ্যে অন্যতম এই হার্পি ঈগল। উত্তর আমেরিকার দক্ষিণ অংশে ও দক্ষিণ আমেরিকা জুড়ে, ব্রাজিলের রেন ফরেস্টে, পাপুয়া নিউগিনিতে এদের দেখতে পাওয়া যায়।হার্পি ঈগলের মধ্যে স্ত্রী হার্পিরা আকারে একটু বেশি বড় হয়। ওজন সর্বাধিক ১২ কেজি।এর চেয়ে বেশি ওজনের স্ত্রী হার্পিও দেখা গেছে, তবে সেটা বিরল।

পুরুষ হার্পিরা তুলনায় ছোট, ওজন ৫ কিলোগ্রামের মতো হয়। ঈগল-এর জীবন রক্ষার বড় হাতিয়ার তাদের পায়ের নখ।তাদের নখগুলো এতই তীক্ষ্ণ যে নিমিষের মধ্যে শিকারকে ছিন্নভিন্ন করতে সক্ষম হয়।এরা খুব উঁচু থেকে তেড়ে এসে শিকার করে নিয়ে যায়।সাম্প্রতিক সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো এক ঈগলের ভয়ানক কীর্তির একটি ভিডিও। ভিডিওটিতে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে,

কিভাবে একটি ঈগল ছো মেরে একটি কিং কোবরা সাপকেশিকার করে সোজা আকাশে উড়িয়ে নিয়ে গেল। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি কোবরা বনাঞ্চলে ঘোরাফেরা করছে।অন্যদিকে একটি বিশাল আকৃতির হারপি ঈগল লক্ষ্য রাখছিল কোবরাটিকে।শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপরেই কোবরাটিকে নিয়ে আকাশ পথে পাড়ি দেবে সে।দীর্ঘক্ষন ধরে এই পরিকল্পনায় ছিল তার।

যেমন পরিকল্পনা তেমন কাজ।কোবরাটি কে ঘোরাফেরা করতে দেখে হঠাৎ করেই ওই ঈগল পাখি নেমে আসে আকাশ থেকে।সঙ্গে সঙ্গে কোবরা টি কে ঠোঁট নয় নখের সাহায্যে ঘায়েল করে আকাশে উড়িয়ে নিয়ে যায়।কোবরাটি বারবার বাঁচার চেষ্টা করলেও ব্যর্থ হয়।কি সাংঘাতিক পাখি ঈগল! না দেখলে সহজে বিশ্বাস হবেনা এই ভিডিওটি। “পারফরম্যান্স অ্যানিম্যালস” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও।ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *