নিজস্ব প্রতিবেদন:আমরা বিভিন্ন সময় বিকালের নাস্তা তৈরি করিনা কারণ আমাদের অলসতার কারনে।আজ একটি সহজ রেসিপির কথা শেয়ার করব যা অতি সহজেই আপনি তৈরি করতে পারবেন।আপনার অলসতা লাগবেনা।
এক বার খেয়ে দেখলে বার বার খেতে ইচ্ছে করবে।দেরী না করে আমার রেসিপি কথা বলে ফেলি। প্রথমে চারটি ডিম ভেঙ্গে একটি বাটিতে রাখি। ডিমের উপর হালকা চিনি হালকা মসলা ছিটিয়ে দেয়।
ডিম মসলা চিনি একসাথে ভালোভাবে মিশ্রন করে নেই। একটি পেঁয়াজ কুচি করে নেই। পেঁয়াজ কুচি ডিমের মধ্যে ছিটিয়ে দেয়। হালকা ধনেপাতা কচি করে দিতে পারে। একটি পাইপেনে তিন চামচ পরিমাণ তেল নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেয়। ডিমের মিশ্রণ পাইপেনে দিয়ে দেই।
ডিম বড় করে বেঁ যে নেই। দুটো টমেটো কেটে নেই। টমেটো ডিমের ভিতর দিয়ে দেয়। 2 পিস বেড বেজে নেই। এখন টিম টিকে পাটিসাপটা পিঠার মত বাস করে বেড তাদের উপর দিয়ে ছুরি দিয়ে কেটে নেই।
তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা। আপনারা ইচ্ছে করলে হলে ভিডিওটি দেখে ভাবে বিকালের নাস্তাতে ব্যাটও ডিম সহজ রেসিপি তৈরি করতে পারেন।