বাঘের সাথে বন্ধুত্ব যুবকের! ছোটবেলা থেকেই বাঘটিকে বড় করেছে সে। পশু পাখিদের সাথে এমন বন্ধুত্ব দেখে মন কাড়লো নেটিজেনদের। তুমুল ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন।চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘ দম্পত্তির একটি সন্তানের নাম জো বাইডেন । জন্মের কয়েক দিন পর মায়ের ভয়ঙ্কর আচরণের কারণে চিড়িয়াখানার কর্মীগণ জো বাইডেন কে নিয়ে লালন পালন করেন। জো বাইডেন তিন ভাই বোন। মা বাঘ তার সন্তানদেরকে দুধ পান করান না।

দম্পতি ভাগের সন্তানকে চিড়িয়াখানার কর্মীগণ নিয়ে যান। তারা সন্তানকে নিয়ে লালন পালন শুরু করেন। কিন্তু ভাগ্যক্রমে দুটি সন্তান মারা যায়। অবশেষে একটি বাঘ শাবক রয়ে যায়। কর্মিক গন বাঘ শাবক এর নাম রেখেছেন জো বাইডেন। জো বাইডেন জন্মের পর থেকে চিড়িয়াখানার কর্মীদের কাছে বড় হয়েছেন।

বিকাল তিনটার দিকে চট্টগ্রামের চিড়িয়াখানা থেকে রাজকীয় ভাবে বেরিয়ে আসেন জো বাইডেন। স্থানীয়রা জানান যে জো বাইডেন সব আচার আচরণ মানুষের মতোই।জো বাইডেন চিড়িয়াখানা গুটি গুটি পায়ে হেটে বেড়াচ্ছেন। সাথে করছেন না শয়তানী।দুষ্টুমিতেও কম যায় না এই বাঘের বাচ্চার।জো বাইডেন অন্যান্য পশুর খাঁচার সামনে গিয়ে তাদের ভয় দেখান।

তখন অন্য পশু গুলোরখাঁচার ভিতর ছোটাছুটির লেগে যায়। এভাবে 1থেকে অন্য খাঁচাতে গিয়ে শুরু হয় তার ভয় দেখানোর খেলা। সরকারের নিষেধাজ্ঞা চিড়িয়াখানা বন্ধ থাকায়। প্রতিদিন বাইরে নিয়ে এক ঘণ্টা করে খেলতে দেওয়া হয়। চট্টগ্রাম চিড়িয়াখানায় সহকারি

মাসুম জানান বাঘ শাবকের খাওয়া-দাওয়া, গোসল ওসব কিছুই তিনি করছেন। প্রথম থেকে বাঘের বাচ্চাটিকে দুধ খাওয়ালে বেশ কয়েকদিন পর অর্থাৎ ছয় মাস পর থেকেই তাকে মাংস খাও নি হচ্ছে। কর্তৃপক্ষ জানান যে জো বাইডেন কে প্রতিদিন দেড় কেজি মাংস খাওয়ানো হয় ।পাশাপাশি 3 থেকে 4 লিটার দুধ খাওয়ানো হয়। জো বাইডেন বাঘের শাবক হলেও মানুষের কাছে মানুষের বাচ্চার মতোই আদর পাচ্ছেন।

কর্তৃপক্ষ জানান যে জো বাইডেন কে চিড়িয়াখানায় খাচার ভিতরে বন্দী করে রাখা হবে। স্বাভাবিক যে খাবারগুলো খায় তাকে খাবার দেওয়া হবে। কেননা জো বাইডেন যখন বাচ্চা ছিলেন তখন স্বাভাবিক ভাবির সাথে মেলামেশা করতে। কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে শরীর পরিবর্তন হচ্ছে ।

কর্তৃপক্ষ জানান আর একমাস পরেই জো বাইডেন কে তার মা বাবা ও ভাই বোনদের সাথে রেখে আসবেন। কেননা তার শরীরের বাঘ শাবক আচারণ ফিরে আসতেছে। যেকোনো সময়ে মানুষকে আক্রমণ করতে পারে। সেজন্য তাকে রেখে দেওয়া হবে চিড়িয়াখানায়। বিস্তারিত দেখার জন্য রইল ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *