বন্য হাতিকে একা পেয়ে একদল খেকশিয়াল শিকার করে নিলাম!নেট দুনিয়াই ভাইরাল সেই ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:শেয়াল নানা রকম মিষ্টি কথায় ভুলিয়ে হাতিটাকে নদীর কিনারে নিয়ে এলো। শেয়ালের কথায় হাতিটা না বুঝেই নদী পার হওয়ার জন্য পানিতে নেমে গেল। কিন্তু সাথে সাথেই তার মস্ত, ভারী শরীরটা পানিতে একটু একটু করে তলিয়ে যেতে লাগল।

এভাবেই শেয়াল বুদ্ধি খাটিয়ে বনের পশুপাখিকে হাতির অত্যাচার থেকে রক্ষা করলো।বনে এসেছে বদমেজাজি আর অহংকারী এক হাতি। হাতিটা দেখতে যেমন বিশাল তেমনি শক্তিশালী। বনে ঢুকেই সে রাজার মতো ভাব নিয়ে চলতে লাগল। তার অহংকারী মনোভাব আর অত্যাচারের ফলে প্রাণীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল।

অহংকারী আর অত্যাচারী হাতির হাত থেকে বনের সকল প্রাণী রেহাই পেতে চায়। এজন্য সকলে শলা-পরামর্শ করার জন্য সিংহের গুহায় জড়ো হয়ে যায়।মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে, তখন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সবার সঙ্গে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল। কারণ মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে হলে মানুষসহ সব প্রাণীকে মিলেমিশে পারষ্পরিক সহযোগিতার মধ্যে থাকতে হয়।

হাতি আর শেয়ালের গল্পে’ বনের পশুপাখিরা মিলেমিশে বাস করত বলেই তারা অত্যাচারী হাতিটার কবল থেকে নিজেদের রক্ষা করে বনে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে।হাতির অত্যাচার থেকে নিজেদের রক্ষা করে নিরাপদ থাকাকে বোঝানো হয়েছে। দীর্ঘদিন হাতির অত্যাচারে বনের পশুরা শান্তিতে ঘুমাতে পারেনি। শিয়াল কৌশলে হাতিকে নদীতে ডুবিয়ে কুপোকাত করে।

অত্যাচারী হাতির শাস্তিতে বনের সব প্রাণী আনন্দ-উল্লাসে মেতে উঠে বলেছিল, শেয়ালকে দায়িত্ব দেওয়া হয় হাতিকে শাস্তি প্রদানের। শেয়াল বুদ্ধি দিয়ে হাতিকে নদীর ধারে আনে এবং উচিত শিক্ষা দেয়।শিয়াল কৌশল করে হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিরা শান্তিতে থাকতে পারত না। সারাক্ষণ ভয়ে তটস্থ থাকত। কখন কাকে ধরে হাতি শুঁড়ে তুলে আছাড় দেয়, কখন কাকে পায়ের নিচে পিষে ফেলে, এ নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাতে হতো।

হাতি কুপোকাত না হলে স্বাধীনভাবে কোনো প্রাণী বনে চলাফেরা করতে পারত না।হাতি আর শেয়ালের গল্পে হাতিটার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার উপায় বের করার দায়িত্ব যখন শেয়ালের ওপর পড়ল, তখন শেয়াল হাতিটার কাছে গেল। হাতিকে শেয়াল তার কথায় তুষ্ট করে বলল যে তাকে রাজা হিসেবে বরণ করার জন্য নদীর ওপারে সবাই অপেক্ষা করছে।

শেয়ালের চালাকি বুঝতে না পেরে বোকা হাতি শেয়ালের দেখাদেখি নদীর পানিতে পা দিতেই তার ভারী শরীর নিয়ে তলিয়ে গেল। আর এভাবেই শেয়াল তার বুদ্ধি দিয়ে বনের পশুদের রক্ষা করল।হাতি ও শেয়ালের গল্পের হাতিটা যেমন অহংকারী, তেমনি অত্যাচারী। বনের পশুরা একজোট হয়ে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব শেয়ালকে দিল।

শেয়াল তার বুদ্ধি দিয়ে হাতিকে নদীতে নিয়ে যায়। শেয়ালের দেখাদেখি নদীর পানিতে পা দিয়ে হাতিটা তার বিশাল শরীর নিয়ে তলিয়ে যায়। তাই বলা যায়, অহংকারী ও অত্যাচারীর পরিণামে পতন বা ধ্বংস হয়।বিস্তারিত ভিডিওতে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *