বনে এসেছে নতুন রাজা। সিংহাসন নিয়ে তুমুল লড়াই হনুমানের এবং ভয়ঙ্কর সেই প্রাণীটির মধ্যে। এমনই এক অদ্ভুত ভিডিও ভাইরাল নেটপাড়ায়

নিজস্ব প্রতিবেদন:জঙ্গলের মধ্যে ফাঁকা একটু জায়গা, সেখানেই তাকে দেখা গেল ইতিউতি তাকিয়ে এসে স্থির হতে। তার পর আচমকাই নিজের বুকে দু ’একবার দুমদাম মেরে উল্টে পড়ে গেল এক ফুট (বা তারও কম উচ্চতার) একটি গরিলা। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

‘কিং কং’ সিনেমা যাঁরা দেখেছেন, গরিলাকে বুক চাপড়াতে দেখা তাঁদের কাছে নতুন অভিজ্ঞতা নয়। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলেন, বুক চাপড়ে আসলে নিজেদের ক্ষমতারই জাহির করে গরিলারা। অনেক সময় আবার সঙ্গীকে আকৃষ্ট করার জন্যও তারা এমন আচরণ করে।তবে সে সব পূর্ণবয়স্ক গরিলাদের করার কথা। ভাইরাল হওয়া ভিডিয়োর গরিলাটি বয়সে তো বটেই, আকারেও নেহাতই ছোট।

বড়দের মতো বুক চাপড়ে ক্ষমতা জাহির করা তো দূর ঠিক করে চলাফেরার ক্ষমতাই হয়নি তার। তবু তার শখ হয়েছিল ক্ষমতা দেখানোর। একান্তে সেই চেষ্টা করতে গিয়ে আচমকা ক্যামেরাবন্দি হইয় গিয়েছে সে।ভিডিয়োর শিশু গরিলা ঠিক মতো নিজের বুকে চাপড় মারতে না পারলেও চেষ্টার ত্রুটি রাখেনি। তবে সেই চেষ্টা মাঠে মারা গিয়েছে নিজেরই করা আঘাতের তাল সামলাতে না পেরে সে উল্টে পড়ে যাওয়ায়।

ভিডিয়োটি টুইটারে পোস্ট হওয়ার পর থেকে ২৬ লক্ষ বার দেখা হয়েছে।গরিলার এই কাণ্ড দেখেই বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। সাড়ে চারশোর উপর রি-টুইট হয়েছে। কেউ বলছেন, এ যেন তাঁরই বাড়ির কাহিনি, কেও আবার যাবতীয় দোষ সাইকেলের উপরই চাপাচ্ছেন। তাঁদের যুক্তি সাইকেলটাই নিশ্চয়ই ভাল ছিল না।

সেই কারণেই গরিলার এই পতন। মজার ছলেই অবশ্য কথাগুলি বলা হয়েছে। অনেকে আবার গরিলার সাইকেল চালানোর প্রশংসা করেছেন। মোট কথায় সোশ্যাল মিডিয়ায় সুপারহিট এই সাইকেল চালানো গরিলা। অনেকেই লাইকের মাধ্যমে ভালবাসা জাহির করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *