ইন্টারনেটের যুগে অনেক ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখলে আপনার হুশ উড়ে যাওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ছবিটিতে দেখা যাবে, একটা মুরগি দুটি বিড়াল ছানাকে রক্ষা করছে। বিশ্বাস না হওয়ার বিষয়। তবে এমনটাই হয়েছে।
ছবিটি শেয়ার করা হয়েছে বুইটেএনজেবিডেন টুইটার অ্যাকাউন্ট থেকে। দুটি বিড়াল ছানা ভয় পেয়েছে তাই মুরগিটি তাদের যত্ন করছে। ঝড়ের কারণে দুটি বিড়াল ছানা খুবই ভয় পেয়েছিল। ছবিটি একটি ট্রাকের পিছন থেকে তোলা হয়েছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
ছবির সাথে পোস্টের ক্যাপশনে লেখা আছে ঝড়ের সময় ভীত বিড়ালছানাদের যত্ন নিচ্ছে এক মুরগি। পোস্টটিতে এখনো পর্যন্ত অনেক লাইক এসেছে। অনেক কমেন্ট এসেছে। অনেকে পোস্টটি নিয়ে হাসাহাসি করেছে। প্রচুর শেয়ারও করা হয়েছে পোস্টটি।
আসলে ভাইরাল ছবিটি পাওয়া গেছে টুইটার থেকে। ছবিতে এক মুরগিকে দুটি বিড়ালছানাকে রক্ষা করতে দেখা যায়। বাইরে তুমূল ঝড়ের কারণে বিড়াল বাচ্চারা খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু মুরগি মা তাদের ভাল যত্ন নেয়। পাখি তার শরীরের উষ্ণতা দিয়ে বিড়ালছানা দুটিকে আশ্রয় দেয়।
জানা যাচ্ছে এই ছবিটি একটি ট্রাকের পিছনে তোলা হয়। তবে ছবিটি দেখলে আপনারও ঠোঁটের কোনায় মুচকি হাসি লেগে থাকবে।