নতুন ইনিংস শুরু, অতীত ভুলে নতুনের সঙ্গে এগিয়ে গেলেন শ্রাবন্তী

বিধানসভা নির্বাচনে বিজেপি ফুকে ফুকে এক এক পা ফেলছে, কোন রকমের ভুল চাল দিতে একেবারেই গররাজি তারা। প্রার্থী তালিকা ঘোষণা করার ক্ষেত্রেও একই কাজ করলো গেরুয়া শিবির।

একসাথে প্রার্থী তালিকা না বার করে ধীরে ধীরে নাম প্রকাশ করছেন নিজেদের মহারথীদের, ঠিক যেভাবে দাবার চালে বড় ঘুঁটি টাকে রেখে দেওয়া হয় লুকিয়ে। ইতিমধ্যে চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি,

যেখানে বিজেপি ১৪৮টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেছে, আর সেখানেই টিকিট পেয়েছেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী বেহালা পশ্চিম থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন। টলিউডের আরও

এক নায়িকা পায়েল সরকার দাঁড়িয়েছেন বেহালা পূর্ব থেকে যেখানে আগে দাঁড়ানোর কথা ছিল শোভন চট্টোপাধ্যায়ের আর তাতেই গেরুয়া শিবিরের ওপর বেজায় চটেছেন শোভন বৈশাখী।

বিজেপির চতুর্থ তালিকায় নাম এসেছে মুকুল রায়, রাহুল সিনহা, রথীন চক্রবর্তী, জগন্নাথ সরকার, টলিউডের রুদ্রনীল ঘোষ, এবং অসীম সরকারের এবং আগেই টলিউড এর আরো এক অভিনেতা যশ দাশগুপ্ত টিকিট পেয়েছেন হুগলীর চন্ডীতলা থেকে।

শ্রাবন্তীর বিপক্ষে বেহালা পশ্চিম থেকে লড়ছেন রাজ্য সরকারের অন্যতম হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই শ্রাবন্তী জানিয়েছিলেন, তিনি সোনার বাংলা গড়তে চান,

বাংলার মানুষ যেভাবে সিনেমা জগতে তাকে ভালোবাসা দিয়েছেন আশা রাখবেন এই নতুন পথেও সেরমই ভালোবাসার। বেশ কিছুদিন ধরে চলে আসছে রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে ভাঙনের গুঞ্জন। সেইসব অতীতকে ভুলে রাজনীতিতে যোগ, নতুন মানুষদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *