করোনা কালে অন্যান্য ব্যাবসাপত্রের মতোই গাড়ির ব্যাবসার বাজারও খুব একটা ভালো কাটছে না। এই আবহে গ্রাহকদের আকষর্ণের জন্য টাটা মোটর নিয়ে আসলো এক সুবর্ন সুযোগ। নতুন টাটা টিয়াগোর ই এম আই শুরু হচ্ছে মাত্র ৩৫৫৫ টাকা থেকে। বেস ভেরিয়েন্টের দাম পড়ছে ৪.৯৯ লক্ষ টাকা এবং যেটি টপ ভেরিয়েন্ট তার দাম পড়ছে ৬ লক্ষ ১৪ হাজার টাকা।
নতুন টিয়াগো এক্স টি এ-র মধ্যে রয়েছে নানা ধরনের ফিচার যেমন স্ট্রংলি ব্লুটুথ কানেকশন, মাল্টি ফাঙ্কশন যুক্ত স্টিয়ারিং ওহীল, ডিজিটাল ইনস্ট্রিমেন্ট ক্লাস্টার প্রভৃতি। এছাড়াও রয়েছে বিভিন্নরকম স্যাফেটি ফিচার্স যুক্ত নতুন টাটা মোটর টিয়াগো। এছাড়াও গাড়ীটির অন্যতম বৈশিষ্ট হল এটিতে পার্কিং সেন্সর এবং ডুয়াল এয়ারব্যাগ রয়েছে এক্সট্রা স্যাফেটির জন্য।
Home ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি টাটা মোটর এর ধামাকা অফার, এবার নতুন টাটা টিয়াগো গাড়ি কিনুন মাত্র ৩৫৫৫ টাকায় টাটা মোটর এর ধামাকা অফার, এবার নতুন টাটা টিয়াগো গাড়ি কিনুন মাত্র ৩৫৫৫ টাকায় BY PRITIব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতিON MAY 25, 20211 MIN READ
করোনা কালে অন্যান্য ব্যাবসাপত্রের মতোই গাড়ির ব্যাবসার বাজারও খুব একটা ভালো কাটছে না। এই আবহে গ্রাহকদের আকষর্ণের জন্য টাটা মোটর নিয়ে আসলো এক সুবর্ন সুযোগ। নতুন টাটা টিয়াগোর ই এম আই শুরু হচ্ছে মাত্র ৩৫৫৫ টাকা থেকে। বেস ভেরিয়েন্টের দাম পড়ছে ৪.৯৯ লক্ষ টাকা এবং যেটি টপ ভেরিয়েন্ট তার দাম পড়ছে ৬ লক্ষ ১৪ হাজার টাকা।
নতুন টিয়াগো এক্স টি এ-র মধ্যে রয়েছে নানা ধরনের ফিচার যেমন স্ট্রংলি ব্লুটুথ কানেকশন, মাল্টি ফাঙ্কশন যুক্ত স্টিয়ারিং ওহীল, ডিজিটাল ইনস্ট্রিমেন্ট ক্লাস্টার প্রভৃতি। এছাড়াও রয়েছে বিভিন্নরকম স্যাফেটি ফিচার্স যুক্ত নতুন টাটা মোটর টিয়াগো। এছাড়াও গাড়ীটির অন্যতম বৈশিষ্ট হল এটিতে পার্কিং সেন্সর এবং ডুয়াল এয়ারব্যাগ রয়েছে এক্সট্রা স্যাফেটির জন্য।
টিয়াগোর সবথেকে ভালো বিষয়ে হলো এর ইঞ্জিন। ইঞ্জিনে রয়েছে ১.২ লিটারের ৩টি পেট্রল সিলিন্ডার যে গাড়িকে দেয় এক অনন্য মাত্রা। এছাড়াও রয়েছে ৫ স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। যার সাহায্যে গাড়ি চালানোর অভিজ্ঞতা হয় অন্য রকম। তবে আর দেরি কেন এই সুবৰ্ণ সুযোগ হাত ছাড়া না করে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসুন নতুন টাটা টিয়াগো।