গ্রামের পুকুরে আধুনিক বড়শি দিয়ে জাদুকরী কায়দায় বিশাল বড় আইর মাছ ধরে তাক লাগিয়ে দিল যুবক!ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:আমরা সকলেই একটি প্রবাদ জানি আর এ প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই সরে থাকি আর এই প্রবাদটি আমাদের জাতি বর্ণ ধর্মের সাথে অনেকটাই মিলে আছে বিশেষ আর আমাদের বাঙালি জাতির এই স্বভাবের এইরকম টাইপের বহু মিল পাওয়া যায় আর এই প্রবাদটি হচ্ছে ভাতে মাছে বাঙালি।

মাছ একটি শীতল র’ক্ত,বি,শি,’ষ্ট মেরুদ’ণ্ডী প্রাণী যার শ্বা’স-প্রশ্বা’সের জন্য ফুলকা রয়েছে,চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে,এদের দে’হে সচরাচর আঁইশ থাকে সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে। সাধারণত এদের দে’হের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত; তবে আঁ,শ, নেই এমন মাছের সংখ্যাও একেবারে কম নয়।আজকে আপনাদের সাথে এমন একটি মাছের কথা শেয়ার করব যা আপনারা হয়তো আগে কখনও জানেন নি।

সে মাছটির নাম হচ্ছে আইড় মাছ। আমার সাধারণত দেখতে ছোট থেকে বিশাল বড় পর্যন্ত হয়। এই মাছের শরীরে আইস থাকেনা। আইসহীন মাছেটির নাম হচ্ছে আইড় মাছ।এই মাছটি দেখতে অনেকটা কট মাছের মত। সাধারণত মাছের পিঠে একটি কাটা থাকে এবং মাথা সাইটে 2 টি কাটা থাকে। তুই খুব সুস্বাদু মাছ। আমরা অনেকেই মাছ ধরতে খুব পছন্দ করি। বাঙ্গালীদের মধ্যে অনেকেপেশা আবার অনেকের নেশাও বটে।

মানুষ জীবনধারণের জন্য ভিন্ন ধরনের পেশায় নিয়োজিত থাকে। গ্রামে মানুষের পেশার মধ্যে অন্যতম একটি পেশা হচ্ছে মাছ ধরা। আবার অনেকে শখের বসেও মাছ ধরে থাকে।ভিডিওতে যুবককেও সেই কাজটি করতে যাচ্ছে। পেশা হিসেবে মাছ ধরাকে কাজে না লাগিয়ে যুবকের নেশা হিসেবে মাছ ধরে। গ্রাম্য পরিবেশে মাছ ধরতে কার না ভালো লাগে। গ্রামের প্রত্যেকটা মানুষের শখ হচ্ছে মাছ ধরা বরশি দিয়ে। বরশি দিয়ে মাছ ধরার মজাই আলাদা।

যে দেশে শুধু বরশি দিয়ে মাছ ধরার আনন্দটা ভোগ করতে পারে। যুবক তার গ্রামের পুকুরে চান এবং সেখানে গিয়ে সে দেখতে পায় অনেক অনেক বড় বড় মাছের ঝাঁক খেলা করছে। গ্রামের এই পরিবেশ গুলো দেখতে খুবই স্বাভাবিক ।কিন্তু এত এত মাছ একসাথে দেখার অনেক অস্বাভাবিক। গ্রামের মধ্যে অনেক অনেক পুকুর থাকে সে পুকুরগুলোতে বিভিন্ন প্রকার বড়-ছোট অনেক মাছ দেখতে পাওয়া যায়। যুবক যখন বরশি দিয়ে মাছ ধরতে যায়।

তখন তার সাথে তার কুকুরটিও পুকুরের কাছে যায়। বরশি দিয়ে বড় পুকুর থেকে যুবকে পেল বড় ধরনের আইড় মাছ।মাছ টি সে একা তুলতে সম্ভব হচ্ছিল না। তখন তার বন্ধু অর্থাৎ ছোট প্রাণী কুকুর টিও তার সাথে মাছ উঠিয়ে আনতে সাহায্য করেন। বিশাল বড় আইর মাছ ধরে যুবকের প্রচন্ড খুশি। প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসছে আমাদের মাঝে ।

নতুন এই প্রযুক্তি থেকে আমাদের যেমন উপরকার হচ্ছে তেমনি নানান বিষয় গুলো আমরা জানতে পারছি। যেকোনো বিষয় জানতে ও সেটি কিভাবে কাজ করে এসব আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। এছাড়াও কোনো বিষয় সম্পর্কে মানুষের ভিন্ন ভিন্ন মন্তব্য গুলো আমরা এখানেই দেখতে পাই।বিস্তারিত মাছসম্পর্কে জানার জন্য ভিডিও দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *