গন্ডারের বাচ্চা শিকার করতে এসে বিপদে বাঘ! গন্ডারের শিংয়ের আঘাতে উল্টো শিকার বনে গেল বাঘ। নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার সহজলভ্য হওয়ার কারণে খুব সহজে জানতে পারি বিশ্বের কোথায় কি হচ্ছে। কোন কাজটি ভালো এবং কোন কাজটি মানব স্বার্থের ঊর্ধ্বে যাচ্ছে।বর্তমানে মানুষ ভাইরাল ভাইরাল হওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করে। যার মধ্যে কিছু বিনোদন দেয় আবার আবার কিছু বিপদজনক হয়ে থাকে।

প্রাণ সংশয় হওয়ার ভয় থাকে কিন্তু এ ভাইরাল হওয়া প্রবণতা মানুষকে এই সকল দিক থেকে ফেরাতে পারছে না। মোটকথা সবার ধারণা ভাইরাল হতে পারলেই হয়তো সে সবকিছু অর্জন করে ফেলবে।কিন্তু প্রকৃত অর্থে কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রাণ সংশয় পর্যন্ত হয়ে থাকে এমন একটি ভিডিও ভাইরাল হয় কিছুদিন আগে।যুদ্ধ শুধু মানুষই মানুষের হয়না।পশুপাখিদের মধ্যেও যুদ্ধ হয়ে থাকে।

বনের মধ্যে গন্ডারের বাচ্চাকে স্বীকার করতে আসে চিতাবাঘ। এবং এসে সামনে পড়ে যায় গন্ডারের পালের সামনে সাথে সাথেই গন্ডারের শিংয়ের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় চিতাবাঘ।কিন্তু আমরা দেখতে পাচ্ছি গন্ডারের অনেক বিপদে পড়তে হয়।গন্ডারের এতটা শক্তি,শালী প্রাণী হলেও তারা ও কখনো কখনো অন্য প্রাণীদের নিকট শি,কার হতে হয়।

অনেক সময় দেখা যায় মনের মাঝে চিতাবাঘ নামে একটি প্রাণী এদের আকার অনেক ছোটকিন্তু এরা দলবেঁধে একসাথে ঘুরে বেড়াই ওচিতাবাঘ দল মিলে যেকোনো বড় প্রাণী কে স্বী,কার করতে সক্ষম হয়।কোন কোন সময় দেখা যায় গন্ডারেরর মত ভয়,ঙ্কর প্রাণী কে একা পেলে চিতাবাঘ আক্র,মণ করে ফেলে তবে আমরা সকলে জানি বনের রাজা গন্ডার কিন্তু তা তো জানি না যে চিতাবাঘ ও বনের মাঝে বিপদে আছে।

বনের মাঝে সকল প্রাণী বিপদে আছে।সেখানে একে অন্যর শি,কার হতে হয়,কিন্তু সেই হক বনের রাজা বা অন্য ছোট প্রাণী।বনের মধ্যে বড় ও শক্তি,শালী প্রা,ণী গুলা দল ভেদে চলতে পচ্ছন্দ করে না। শক্তি,শালী প্রাণী গুলা একা থাকতে পচ্ছন্দ করে তাই মাঝে মাঝে ছোট্র প্রা,ণী হায়,না কাছে তাদের শি,কার হতে হয়।হায়না বাহিনী দল ভেদে চলাচল করে বনে তাই তারা যেকোন ভয়ং,কর প্রা,নীকে ও তাদের শিকার হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *