খালের মুখে ভেসে উঠল বিশাল বড় এক মাছ। অভিনব কায়দা করে কোচ ছুড়তেই শিকার বনে গেল মাছটি। মুহূর্তেই বদলে গেল যুবকের ভাগ্য। তুমুল ভাইরাল ভিডিওটি

নিজস্ব প্রতিবেদন::মাছ ধরতে কম বেশি সবাই পছন্দ করে। মাছ ধরার জন্য মানুষে অনেক টাকাও প্রয়োজনে খরচ করে থাকে। কেননা মাছ ধরা একটি বিশাল আনন্দের বিষয়। আমাদের দেশে অনেক বড় বড় খাল বিল নদী নালা রয়েছে, যেখানে সারা বছর পানি থাকে না বর্ষার মৌসুম হলে সেখানে পানি জমে এবং বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। ওই সব জায়গায় বর্ষাকালে ছোট থেকে সব ধরনের বড় মাছ পাওয়া যায়।

গ্রামের সবাই মাছধরা আনন্দে তখন মেতে উঠে। ছোট থেকে বড় সবাই সে আনন্দ ভাগ করে নেয়।মাছ আমাদের খাদ্যের চাহিদা মেটায়। বিভিন্ন পুষ্টির যোগান দেয়।মাছ খেতে আমরা সবাই পছন্দ করি। মাছ ছাড়া বাঙালির জীবন চলে না। আমাদের দেশে প্রচুর জেলে রয়েছে। যারা এ মাছ ধরার উপর সংসার পরিচালনা করে।তাই বলাই যায় মাছ ধরা অনেকের শখ অনেকেরই পেশা।মাছ ধরার মতো মজার বিষয় আর নাই।

মাছ ধরা আর মাছ ধরতে দেখা উভয়ই আনন্দের বিষয়।মাছে-ভাতে বাঙালির জীবন, সেই মাছ যখন হারিয়ে যাচ্ছে তখন দেশের খাল-বিল, নদী-নালা, হাওর-বাওরে মাছ ধরার উৎসবের কথা অনেকটাই রূপকথার গল্পের মতো।গ্রাম বাংলার জনপদে নানাভাবে মাছ ধরার পদ্ধতি প্রচলিত রয়েছে।যা আবহমান বাংলার দীর্ঘদিনের লালিত সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক বহন করে। কিন্তু এ সংস্কৃতি এখন প্রায় বিলুপ্তির পথে।

যতই দিন যাচ্ছে ততই গ্রাম থেকে মাছ ধরা উৎসবটি হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার উৎসব গুলির মধ্যে অন্যতম হলো পোলো দিয়ে মাছ ধরা। কোচ , বিভিন্ন ধরনের জাল আরো অনেক ধরনের সরঞ্জাম দিয়ে মাছ ধরতে দেখা যেত।নতুন প্রজন্মের অনেক ছেলেরা পলো বাওয়া উৎসব কি সেটা বুঝে না। তবে কিছু কিছু অঞ্চল এখনো সেই উৎসবটি ধরে রেখেছেন। মাঝেমধ্যে ইন্টারনেটে দেখা মিলে সেই সব অঞ্চলের।

এবং সেই ভিডিওগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশান্তরে।যা দেখে অনেক মানুষই আবার আফসোস করে ইস আমি যদি এভাবে মাছ ধরতে পারতাম।অনেক জায়গায় মাছ ধরা দেখতে ভিড় জমে যায়।প্রাচীন কাল থেকেই মানুষ খাদ্য ও আমিষের চাহিদা পূরণ করতে অন্যতম পরিপূরক হিসেবে মাছ শিকার করে খেয়ে আসছে। মাছ অতি সহজ লভ্য ও পুষ্টির এমন একটি ভান্ডার।

মাছ ধরা কে না পছন্দ করে কারো কারো প্রিয় হলো মাছ ধরা বিনা পুঁজির বিনা পুঁজির মাছ ধরে অধিক লাভবান হওয়া যায়।আমাদের দেশে সমুদ্রে যেমন মাছ আছে তেমনি পুকুর,খাল,বিল সব জাগায় মাছ পাওয়া যায়।যখন গ্রামের পুকুরে মাছ ধরা হয় তখন সেখানে অনেক মানুষ তা দেখার জন্য আসে। পুকুরের পাশে মাছ ধরা দেখার জন্য লোকের ভির জমে যায়।

অনেক দূর থেকে দেখার জন্য লোক আসে।পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়।সেই মাছ মানুষ উৎসব মুখুর ভাবে সবাই এক সাথে ধরে থাকে।এবং আনন্দে চিৎকার করে।কিছুদিন আগে ইন্টারনেট এক ভিডিও ভাইরাল হয়। সেখানে এক যুবককে দেখা যায় যে লোহার তৈরি কোচ নিজে তৈরি করে বাড়ির পাশের খালের মধ্যে বন্যার পানিতে মাছ ভেসে উঠলে ওই কোচ ছুড়ে ফেলতে শিকার বনে যায় মাছটি।

এই ছোট্ট একটি খোঁজ দিয়ে এত বড় বিশাল মাছ ধরতে পারা তা প্রথমে বিশ্বাস করা যায়নি। কিন্তু ছেলেটি তা ধরে দেখিয়ে দিয়েছে। তার সাথে অনেক আরো ছোট ছোট মাছ ধরেছে।যুবকের এই মাছ ধরার ভিডিওটি কেউ একজন ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলে অনেক ভিউ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *