নিজস্ব প্রতিবেদন:ইঁদুর এবং বিড়ালের মধ্যে কিংবা বিড়াল এবং কুকুরের মধ্যে লড়াই দেখা যায়। কিন্তু কুকুর এবং শুকরের ভয়ঙ্কর লড়াই সচরাচর দেখা যায় না।শুকরের এবং কুকুর এর এত রাগ তা আগে জানা ছিলনা। আর নিজের চেয়ে আকার, শক্তিতে ছোট এক প্রাণীর আকস্মিক আঘাতে হতচকিত শুকরের েবাবাজি। সে আপ্রাণ চেষ্টা করছে থাবা মেরে কুকুরটিকে নিরস্ত করতে। কিন্তু কুকুরটিও ছাড়বার পাত্র নয়।
এমনই একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘অ্যানিম্যালস পাওয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, ‘গোল্ডেন রিট্রিভার’ প্রজাতির এক কুকুর ।
ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। কিন্তু এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গেছে নেটাগরিকদের মধ্যে।মানুষ বিভিন্ন কাজ ও বিভিন্ন ভিডিও তৈরি করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিনোদন সহ অনেক মেসেজ দিয়ে থাকে।
শুধুমাত্র মানুষই নয় অনেক বন্যপ্রাণী নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো ভিডিও তৈরি করা হয়ে থাকে। অল্প সময়ের মধ্যে বিভিন্ন মানুষ কর্তৃক আলোচিত হয় অনেক ক্ষেত্রে কিছু কিছু বাজে ভিডিওর জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়।সোশ্যাল মিডিয়া ভিডিও গুলো ধরন প্রত্যেকেই নিজের মত করে আলাদা আলাদা করে তৈরি করতে চাই।
যাতে সেটা সকলের কাছে একটু বেশি গ্রহণযোগ্যতা পায় ঠিক তেমনি বর্তমানে আশেপাশে জীবজন্তু তাদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়।সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যা অনেক বেশি বিনোদন দেয় এবং একই সাথে প্রচুর আলোচিত হয়। একই সাথে বন্যপ্রাণীর খেলা উপভোগ করে সবাই।
কুকুরের সঙ্গে একটি নেকড়েশুকরের যুদ্ধে কুকুর কি কখনো জিততে পারে? সহজেই অনেকেই বলবেন, না। কিন্তু, সবসময় সব কথা যে সত্যি হবে সেটাও হয়না। কুকুর যদি ভালোভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে, তাহলে কুকুরও নেকড়ে শুকরের সঙ্গে লড়াইয়ে জিততে পারে। আপাতদৃষ্টিতে এই বিষয়টা খুবই অস্বাভাবিক লাগলেও, এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে
এই ভিডিওটিতে প্রথমে দেখা যাচ্ছে, একটি কুকুর রাস্তার পাশে শুয়ে আছে এবং হঠাৎ করেই ত করে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে সরতে বাধ্য করে ওই কুকুর। কুকুরটি নিজের জমি কোনোভাবেই ছাড়তেউপরে বারবার চিৎকার করে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে সরতে বাধ্য করে ওই কুকুর। কুকুরটি নিজের জমি কোনোভাবেই ছাড়তে রাজি না। ফলে এতটা আক্রমণের সম্মুখীন হয়ে শেষে ওই নেকড়েটিকে জঙ্গলে চলে যেতেই হয়।
টুইটারে একজন আইএএস অফিসার, আওয়ানিশ শরণ এই ভিডিওটি আপলোড করেছেন। –ভিডিও দেখতে ক্লিক করুন এখানেভিডিওতে এটাও দেখা যাচ্ছে যে, কুকুর এবং শুকরের মধ্যে যখন লড়াই চলছে, তখন এদের কাছাকাছি বসে রয়েছে একটি সিংহ। কিন্তু তাকে এই বিবাদে কোনও পক্ষ না নিয়ে নির্বিকার ভাবেই বসে থাকতে দেখা যাচ্ছে।
ভিডিও দেখে অনেকেই হরেক রকম মন্তব্য করেন। কুকুর ও শুকরেরর লড়াই দেখার জন্য অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। সবাই হাততালি দিয়ে কুকুর ও শুকরের লড়াই দেখা শুরু করল। অবশেষে কে জিতল বিস্তারিত ভিডিওতে দেখা যাবে।