নিজস্ব প্রতিবেদন:আমরা সকলেই জানি সাপ একটি ভয়ঙ্কর প্রাণী। সাপের কামড়ে মানুষ মারা যায়। পৃথিবীতে এমন অনেক সাপ আছে যারা অত্যন্ত ভয়ংকর। তারা কোন প্রাণীকে ছাড় দেয়না। সকল প্রাণীকে ছোবলে সাথে মেরে ফেলে আবার পৃথিবীতে এমন কিছু সাপ আছে যারা শান্ত স্বভাবের। বড় অজগর সাপ কে আমরা অ্যানাকন্ডা হিসেবে চিনে থাকি। অ্যানাকন্ডা সাপ আস্ত মানুষ গিলে ফেলতে পারে।
বানর তার চালাকি এবং চতুরতার জন্য বিখ্যাত। আমাদের দেশে প্রায় সব জায়গাতেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বনাঞ্চল এবং লোকালয় উভয় স্থানেই এদের উপস্থিতি দেখা যায়। লোকালয়ে বসবাস করা বানরগুলো অধিক চালাক হয়ে থাকে।লোকালয়ে বসবাস করা বানরগুলো যদিও বিভিন্ন মানুষের খাবার খেয়ে থাকে, বন্য বানরগুলো কিন্তু বিভিন্ন ফলমূল ছাড়া অন্য কিছু খায় না।
তবে কিছু মানুষ রয়েছে মাংসাশী। তারা ফলমূলের পাশাপাশি বিভিন্ন ছোট প্রাণীর মাংস খেয়ে থাকে। যেমন পাখি, কাঠবিড়ালি, ছোট সাপ, মাছ ইত্যাদি। তবে এদের প্রধান খাদ্য হচ্ছে ফলমূল। প্রায় সব ধরনের হয়ে থাকে। তবে মাংসাশী বানরগুলোকে কেউ পোষ মানাতে চায় না। যেগুলো ফলমূল খেয়ে বেঁচে থাকে এগুলো কি মানুষ শখের বশে পালন করে থাকে।
বর্তমানে মানুষ বানর কে পোষা প্রাণী হিসেবে পালন করে থাকে। পোষা বানর গুলো দুরন্ত চালাক প্রকৃতির হয়ে থাকে। এরা মানুষের খুব কাছাকাছি থাকতে থাকতে মানুষের বিভিন্ন আচার আচরণ ও চালচলন নকল করে থাকে। পোষা বানর গুলো দিয়ে অনেক সময় অনেক কাজ করানো যায়।
অজগর ও রয়াল বেঙ্গলএর অদ্ভুত কান্ড কারখানা সকলকে ভাবিয়ে তুলেছে। যা দেখে সকলে বলছে কি নির্মম দৃশ্য এটি। শিলং তীর তীব্র নিন্দা জানাচ্ছে যে এই ভিডিওটি ধারণ করছে তার উচিত ছিল ভিডিও ধারণ না করে বাচ্চা গুলোকে সেও অজগরের হাত থেকে রক্ষা করা। তার করা ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এবং তাকে পড়তে হয় না নানা সমালোচনার মধ্যে।
অনেকে বলছে তিনি যদি ভিডিওটি না ধারণ করতেন তাহলে এই নির্মম দৃশ্যটি কেউ দেখতে পেত না বরংছানা গুলো অজগরের খাবার হয়ে যেত।তাদের এই অদ্ভুত বন্য পরিবেশের ভিডিওটি ভাবিয়ে তুলেছে সকলকে। তারা যেন ভিডিওটিতে দেখতে পাচ্ছে প্রকৃতির এক বাস্তবিক দৃশ্য। কতটা হিংস্র এই পরিবেশ কাকে শিকার করে কে তার জীবন নিবারণ করবে। কার অস্তিত্ব বিলীন করে কে তার অস্তিত্ব টিকিয়ে রাখা যায় ।
সাহসী বালকের এই ভিডিওটি ইউটিউবে অনেক মানুষ লাইক করেছে। এমন সাহস তো আর যার তার হয়না। দেখে আসুন। আপনি নিজেও অবাক হবেন যুবকটির সাহস দেখে। অনেক ভিউজ পাওয়া এই ভিডিওটি দেখতে চাইলে আপনি অবশ্যই নিচের লিঙ্কে যেতে পারেন। আপনি সেই সাহসের যুবকের ভিডিওটি দেখতে পারবেন। আশা করব ভিডিওটি আপনারা অনেক ভালো লাগবে। আসলেই এটি ভাল লাগার মত একটি ভিডিও। এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের সাথে থাকুন।