এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের খাবার সহ ভাড়ার মূল্য তালিকা

৩০ ডিসেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। অনেক প্রতীক্ষার পর অবশেষে রাজ্যবাসীরা চোখের সামনে দেখতে পাবে এই এক্সপ্রেসকে। এখানে সাধারণ মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সবথেকে সহজ এবং সুলভ একটি পরিবহন ব্যবস্থা ট্রেন, সেখানে যাত্রীদের কথা মাথায় রেখে এই ট্রেনকে আরো বেশি অত্যাধুনিক তৈরি করার পদক্ষেপের নামই হলো বন্দে ভারত এক্সপ্রেস।

বর্তমানে দেশে মোট ৬টি রুটে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চলবে। অন্যান্য ট্রেনের চেয়ে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া খানিকটা বেশিই হবে। প্রকাশ হয়েছে এই ট্রেনের ভাড়া। জানা গিয়েছে, গাড়ির ভাড়া আনুমানিক ১৫০০-১৭০০ টাকা, খাওয়া-দাওয়া সহ। এছাড়াও নতুন বছরের প্রথম দিন থেকেই যাত্রী পরিষেবার অভিনব চিন্তাভাবনা করা হয়েছে।

বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে চলবে এই। সকাল ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। এবং সেদিন বেলা ১ টা ৫৫ মিনিট নাগাদ গাড়ি নিউ জলপাইগুড়ি পৌছাবে। আবার সেদিনই বেলা ২ টা ৫০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ছেড়ে রাত ১০ টা ৫০ মিনিট নাগাদ হাওড়া পৌঁছে যাবে।

এছাড়াও গাড়িতে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হবে ডাবের জল। সকাল সাতটায় জলখাবার দেওয়া হবে, লুচি, আলুরদম, মিষ্টি। আপনাদের জেনে খুশি হবেন যে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যারা কলকাতায় ফিরবেন তারা কিন্তু ট্রেন ছাড়ার পরে সকলের নির্দিষ্ট লাঞ্চ পাবেন। বিভিন্ন রুটে এই বন্দে ভারত ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই তোড়জোড় চালাচ্ছেন রেল মন্ত্রক সেই খবরও শিরোনামে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *