একস’ঙ্গে যমজ সন্তান জন্ম দেওয়ার খবর হ’র’হা’মে’শা’য় শোনা যায়। তবে এবার শোনা গেল ভিন্ন খবর। একস’ঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছেন এক নারী। চিকিৎসকরা আগে থেকেই ওই নারীর দুই শিশুর অ’স্তি’ত্ব বুঝতে পেরেছিলেন।বুধবার (৫ মে) পশ্চিম আফ্রিকার দেশ মালির স্বাস্থ্য ম’ন্ত্র’ণা’ল’য়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্র’তি’বে’দ’নে এমন খবর প্রকাশ করা।
এ ঘটনার পর ৯ সন্তান জন্ম দেওয়া নারীর হা’লিমা সিসে (২৫) আ’লো‘চ’নায় চলে আসেন। আর ৯ সন্তান জন্ম দিয়ে ননুপ্লেটস অ’ন্ত’র্ভু’ক্ত নারী হিসেবে বিরল দৃষ্টান্ত গড়লেন তিনি। এ বিষয়টি দেশটির নেতারাও বেশ গুরত্ব স’র’কা’রে দেখেন।
চলতি বছরের মার্চে চিকিৎসকরা জানান, হা’লিমার বিশেষ যত্নের প্র’য়ো’জ’ন। তখন দেশটির পরিবর্তনকামী নেতা বাহ এনদাও তাকে ম’র’ক্কো পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি ম’র’ক্কো আসলে সেখানে মঙ্গলবার (৪ মে) সি’জা’র করে পাঁচ কন্যা ও চার ছেলে সন্তানের জন্ম দেন।
মালির স্বাস্থ্য’মন্ত্রী ফান্টা সিবাই বলেন, এখন প’র্য’ন্ত মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের স’ঙ্গে সবসময় যো’গা’যো’গ রাখা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।মরক্কোর স্বাস্থ্য ম’ন্ত্র’ণা’ল’য়ের মুখপাত্র রছিদ কৌধারি বলেন, দেশের একটি হাসপাতালে একস’ঙ্গে এত শিশু জন্মগ্রহণ করবে তা আমি কখনো ধারণাই করতে পারিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হা’লিমা ও তার ৯ সন্তানের স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকরা বেশ স’চে’ত’ন আছেন। ননুপ্লেটস খুবই বি’র’ল ঘটনা। একস’ঙ্গে এত শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই কয়েক শিশুর মৃ’ত্যুর আ’শ’ঙ্কা থাকে।