উন্নত প্রজাতির এক গরু পালন করে রাতারাতি ভাগ্য বদলে গেল গ্রামবাসীর। গরুটিকে বাজারে ২০ কোটি টাকাতেও বিক্রি করলো মালিক। মালিকের মুখে শুনুন কিভাবে পালন করলেন এই গরু।

নিজস্ব প্রতিবেদন:বিশ্বের বিভিন্ন দেশের মতো বর্তমানে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে গরু পালন করা হচ্ছে। আর এই গরু গুলোকে লালন পালন করে তারা বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে। বর্তমানে আমাদের দেশে বেশ কিছু বড় আকারের গরু রয়েছে। যার একেকটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই গরু গুলো এবারের কোরবানির ঈদের হাট কাপাবে বলে ধারণা করা হচ্ছে।

তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই বাংলাদেশের সবচেয়ে বড় আটটি হাট কাঁপানো গরু।বাংলাদেশের সেরা ৮ টি গরু:নাম্বার ৮: লালবাহাদুরঃএই গরূটাকে সবাই লাল বাহাদুর নামে চিনে। কারণ এই গরুটির নাম যেমন লাল বাহাদুর তেমনি গরুটি দেখতে লাল রঙের । গরুটিকে লালন-পালন করেছেন ঝিনাইদহের সুমন ভাই । আর এই গরুটি তার খুবই আদরের একটি গরু । এটি ব্রাহমা জাতের ক্রোস গরু।

লালবাহাদুর এই বছরের কুরবানির হাট কাঁপাবে বলে ধারনা করা হচ্ছে। লালবাহাদুর এর ওজন হবে প্রায় পনেরশো কেজির মতো । এই গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে । আর এই লালবাহাদুর এর দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকা।নাম্বার ৭. পালোয়ানঃ বাংলাদেশের সবচেয়ে বড় দশটি গরুমানিকগঞ্জের এই গরুটির নাম পালোয়ান।

সাদা ও কালো বর্ণের এই গরুটির নাম যেমন পালোয়ান তেমনি গরুটি দেখতেও পালোয়ানের মতোই। এই গরুটির ওজন হবে প্রায় ১৩০০ কেজি উপরে।আর এই পালোয়ানের দাম হতে পারে প্রায় 25 লক্ষ টাকা। অনেকেই গরুটিকে মানিকগঞ্জের সবচেয়ে বড় বড় বলে আখ্যা দিয়েছেন। নাম্বার ৬. সিংহরাজঃ হাট কাঁপানো দশটি গরু এই গরুটির নাম সিংহরাজ। আর এই গরুটি লালন পালন করেছেন ইতি আপা।

ইতি আপা প্রতি বছরই কোনো না কোনো.বড় গরু দিয়ে ঈদ ধামাকা দিয়ে থাকেন । আমাদের দেশে যে বয়সে মেয়েরা প্রেম ভালোবাসা আর রুমডেট নিয়ে ব্যস্ত থাকে সে বয়সে ইতি আপা সখের বশে গরূ পালন করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বিশাল সাইজের এই গরুটি। ইতি আপার সিংহরাজ গরুটির ওজন হবে ১৪০০ কেজির কাছাকাছি।

এই সিংহরাজ প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় আর এর সেবায় দুই থেকে তিনজন লোক সবসময় নিয়োজিত থাকে। আর এই সিংহরাজ গরুটির দাম 25 থেকে 30 লক্ষ টাকা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।নাম্বার সাত. বস 2ঃ 2022 সালের সেরা গরু এবারের ঈদের হাট কাঁপাতে আসতে চলেছে বস টু নামের এই গরুটি। বস টু নামের এই গরুটিকে বলা হচ্ছে কোরবানির হাটের সবচেয়ে বড় গরু।

এই গরুটি লালন পালন করেছেন জি এম আই ব্রেঞ্জ এগ্রো ফার্ম। আর এই গরুটির ওজন হবে প্রায় ১৭০০ থেকে ১৮০০ কেজির মতো। আর এই গরুটির দাম হতে পারে 30 থেকে 35 লক্ষ টাকা । বস টু প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার খাবার খায় আর এ বস টু গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে লিখে জানান । নাম্বার ছয়. আসমানীঃ কোরবানি হাটের সেরা গরু সাদা ও কালো বর্ণের এই গরুটির নাম আসমানী।

বিশাল আকারের এই গরুটিকে লালন-পালন করছেন চাঁদপুরের এক প্রবাসী ভাই । এই গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খায়।এই গরুটির ওজন হবে প্রায় ১৪০০ থেকে ১৫০০ কেজির মতো। তবে গরুটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে আর গরুটি বিক্রি হয়েছে 10 লক্ষ টাকায়।নাম্বার পাচ. ব্ল্যাক ডায়মন্ডঃ কোরবানির হাটের সবচেয়ে বড় গরু এই গরুটির নাম ব্ল্যাক ডায়মন্ড। এটি মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় গরু।

আর এই গরুটির গায়ের রং কালো তাই এর নাম রাখা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড । এ ব্ল্যাক ডায়মন্ড গরুটি প্রতিদিন পনেরশো থেকে 2000 টাকার খাবার খায়। ব্ল্যাক ডায়মন্ড এর ওজন হবে প্রায় ১০০০ থেকে ১১০০ কেজির মতো । আর এই গরুটির দাম হতে পারে 15 থেকে 20 লক্ষ টাকার মতো।নাম্বার চার. রাজা বাদশাঃ

বাংলাদেশের সবচেয়ে দামি গরু রাজা বাদশা মূলত দুইটি গরু। আর গরু দুটিকে লালন-পালন করেছেন খামার ঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান । তার পালন করা গরু গুলো সত্যিই বিশাল সাইজের । চেয়ারম্যান সাহেব দীর্ঘ চার বছর ধরে গরু দুটিকে লালন-পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *