আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। আজ গভীর রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। চলবে শনিবার সকাল পর্যন্ত।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃষ্টি মূলত হবে শুক্র এবং শনিবার। পশ্চিমের জেলাগুলি মূলত ঝাড়খণ্ড ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।
বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও এর মধ্যে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। নতুন করে তাপমাত্রার পারদ আর কমছে না। বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন তাই থাকবে।
আগামী দু’দিন শীত না থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে সে যাই হোক শুক্রবার ছাতা নিয়েই বাড়ির বাইরে বেরোতে বলছেন আবহাওয়াবিদরা। না হলে ভিজতে হতে পারে ভালই।