আগামী ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। জোড়া ঘুর্ণাবর্তের কারনে ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং অসমের অবস্থিত রয়েছে জোড়া দুটি ঘুর্ণাবর্ত। আর যার জেরেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। যার মধ্যে মালদহ এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, অসম এবং সংলগ্ন এলাকায় এক্টী নতুন করে ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এমন ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে তুলনামূলক বেশি বৃষ্টি হবে । পাশাপাশি, মালদহ ও উত্তর দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ এই ক’দিন বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে । আবহাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এই ঘুর্ণাবর্তের কারনে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, নদীয়া, বীরভূম সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ও হতে পারে। যদিও মৎস্যজীবীদের জন্য এখনও কোনও সর্তকতা জারি করা হয়নি। যদিও গোটা পরিস্থিতির উপর
নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে পুজোর মুখে জোড়া ঘুর্ণাবর্তে কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে পুজো উদ্যোক্তা থেকে কুমারটুলির মৃৎশিল্পীদের। সঠিক সময়ে কাজ শেষ হবে তো? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাড়াচ্ছে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা।
আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.