অবাক কান্ড আর্শ্চয রকমের এক প্রাণী যার শরীল গরুর মতো আর মাথা মুরগীর মতো।যা দেখে অবাক নেটিজরা।

নিজস্ব প্রতিবেদন:পৃথিবীতে রয়েছে সাতটি মহাদেশ। রয়েছে অতলান্ত সমুদ্র, মহাসাগর, অজানা অরণ্য। সেখানে কত জানা-অজানা জীবের বাস তার কতটুকুই বা আমরা জানি? বিচিত্র এ পৃথিবীতে কত সংখ্যক প্রাণী যে রয়েছে তার সামান্যটুকুও হয়ত আমরা জেনে উঠতে পারিনি। যতটুকু জানতে পেরেছি তার কিছু হয়তো অতি সাধারণ প্রাণী, আবার কিছু অতি ভয়ংকর বা মারাত্মক হিংস্র।

হিংস্র প্রাণীর কথা বললেই প্রথমে আমাদের মনে আসে বাঘ-সিংহের কথা। কিন্তু বাস্তব বলে ভিন্ন কথা। পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণীর তালিকায় বাঘ-সিংহের অবস্থান অনেক পরে।সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে, পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। দেখতে অসাধারণ, রূপ সৌন্দর্যে অনন্য, ঠিক যেন স্বচ্ছ কাঁচের মতো। কিন্তু এর আড়ালে রয়েছে বিষাক্ততা। জেলিফিশের প্রকারের মধ্যে সবচেয়ে সুন্দর এই জেলিফিশ।

সামুদ্রিক এই প্রাণী প্রায় ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে ৬০ জন মানুষের মৃত্যু হতে পারে।এটির বিষ হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। সাধারণ একটা জেলিফিশের টেন্টাকল বা কর্ষিকার খোঁচা লাগলে চুলকনির মতো সমস্যা হতে পারে। আর বক্স জেলিফিশের খোঁচা খেলে তিন মিনিটের মাথায় মৃত্যু হতে পারে।ফিলিপাইনে প্রতি বছর ২০-৪০ জন মানুষ মারা যায় এই বক্স জেলিফিশের কারণে।

পৃথিবীর ভয়ংকর প্রাণীদের মধ্যে চার নম্বরে আছে কেপ বাফেলো। মহিষের এই প্রজাতি আফ্রিকার তৃণ ভূমিতে বসবাস করে। একটি কেপ মহিষের ওজন কয়েকশ টন পর্যন্ত হয়ে থাকে। এদের শক্তি এদের শরীরের ওজন ও বদমেজাজ। এদের কেউ উত্যক্ত করলে তার আর রক্ষা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদের স্মৃতিশক্তি মারাত্মক প্রখর। মানুষের জন্য অত্যন্ত বিপদজনক এই প্রাণী।

সাইফু পিঁপড়া নামে এক ধরনের পিঁপড়া আছে যাদেরকে ড্রাইভার পিঁপড়াও বলা হয়। এরা সবসময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে। এদের প্রতিটি ঝাঁকে থাকে প্রায় ৫ কোটি পিঁপড়া। আজ থেকে প্রায় ৭ কোটি বছর পূর্বে এই ধরনের পিঁপড়ার অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায়। এরা সাধারণ পিঁপড়ার মতো নয়, এরা মারাত্মক হারে মাংসাশী। এক ঝাঁক পিঁপড়া কোন একটি প্রাণীকে নিমিষেই সাবাড় করে ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *