নিজস্ব প্রতিবেদন:আজ আমরা আপনাদের কে এমন কিছু পশুপাখি সম্পর্কে বলব।যা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন।আজ আমারা আপনাদের জন্যে পশু পাখির এমন কিছু আজব ঘটনা তুলে ধরতে এসেছি।যার ব্যাপারে আপনি জানলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পরবেন।প্রাণীদের এমন কাজ কর্ম দেখে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যাবে।তাহলে চলুন দেখে নেয়া যাক প্রাণীদের কিছু হাসির কর্মকাণ্ড।
আমাদের চারপাশে প্রতিদিন আমরা নানা ধরণের কীট পতঙ্গ, পশু পাখি দেখে থাকি। নানা ধরণের বৈচিত্র্যময় এবং তাদের জীবন ধারণ পদ্ধতি খুবই অদ্ভুত। এদের সম্পর্কে যতই নতুন তথ্য আমাদের সামনে আসে, ততই আমরা অবাক হই।বিনোদন এমন এক জিনিস,যা মানুষকে সহজেই হাসাতে পারে।মানুষের যতই মন খারাপ থাকোক না কেনো এমন কিছু বিনোদন পেলে সহজেই তাদের মন উৎফুল্ল হয়ে উঠে।
অনেক মানুষ আছে যারা চায় সবসময় হাসিখুসি থাকতে।কিন্তু তাদের জিবন থেকে অনেক সময় সেই হাসিখুশি টা চলে যায় ভিবিন্ন কারনে।আমরা এই ভিডিওটির প্রথমে খেয়াল করলে দেখতে পারবো কয়েকটি প্রাণী মানুষের সাথে আনন্দে মেতে উঠেছে। প্রাণী মানুষের কাছ থেকে মঝা নিচ্ছে,আর মানুষ প্রাণীটির খেলা করে অনেক মজা পাচ্ছে।
ভিডিওটির শুরুতে একটি কুকুর কিছু মাটি খুরছে হঠাৎ একটি ভয়ংকর সাপ লাপ দিয়ে তার কাদে।প্রাণীদের মাঝে ছুটাছুটি করা।হঠাৎ প্রাণীদের গাছে ওঠে যাওয়া।একটু পরে দেখা যায়।একটি কুকুর হাসকে শিকার করে ,হাসকে রেখে সে আরেকটা প্রাণিকে দৌড়াতে চলে যায়।এই সুযুগে হাসটি কুকুর কে বোকা বানিয়ে দৌড়ে পালায়।পরে এসে কুকুর টি দেখে সে আর আর নেই মানে চলে গেছে।
কিছু প্রাণিরা তাদের সামনে ছোট প্রানি পেলে হয়রানি করা শুরু করে।ঠিক এমনি একটি কাজ করলো এই ছাগল টি।একটি ছোট কুকুরের ছানার সাথে দাদাঘিরি করতে ব্যাস্ত ছিলো এই ছাগলটি।বারবার তাকে তেরে মারতে যায়।পরে যখন তাদের বড় কুকুর টি চলে আসে তখন ছাগল ছানা সেখান থেকে দ্রুত চলে যায়।হয়তো কুকুর টি ছাগল ছানা গুলোকে বলছিলো খালি পকেটে পাংগা নিতে আসো।
যখনি পশুপাখিদের মজাদার কথা চলে আসে বানরের নাম আসবেনা সেটা কখনো হতে পারে না।একটি বানর এক জায়গায় বসে কলা খাচ্ছিল।তার এই কলা খাওয়া দেখে পাশে থাকা কয়েকটি ছাগল কলা খাওয়ার জন্য তাকে বিরক্ত করা শুরু করে।সে ছাগল কে বোকা বানিয়ে কলা খেয়ে নে।
অনেকক্ষণ ছাগলগুলো ঘুরাঘুরি করার পর বানর কলা খেয়ে কলার খোসাটা ছাগলের দিকে ছুড়ে ফেলল।এভাবেই হাস্যরসাত্মক ভাবে প্রাণীগুলোর দিন কাটছে মানুষের সাথে প্রাণী প্রাণী দের সাথে।